বিচার
সুদীপ্তবিশ্বাস বৃহ, ২০২৪-১১-১৪ ১৯:৩৯
চারিদিকে কেন এমন অন্ধকার?
সবকিছু কেন থমথমে আর কালো?
নিশাচর আর শ্বাপদের দাপাদাপি
গভীর আঁধারে কোথায় যে পাই আলো!
স্বপ্নেরা সব একে একে হল চুরি
অভাগা দু-চোখে আর তো আসে না ঘুম
কাটমানি, রেপ, মারামারি, রাহাজানি
আর কি আসবে ভালো কোনো মরশুম?
রেপের পরেও খুন হয়ে যায় মেয়ে!
বিচারের বাণী নিভৃতে কাঁদে একা
বেশ তো আরামে ঘুমিয়েই ছিলে তুমি
এখন কি আর বিচারের পাবে দেখা?
এ পুকুর শুধু কুমিরে কুমিরে ভরা
কুমির! কুমির! কোথায় গিয়ে যে দাঁড়াই!
খাল-বিল কেটে কুমির এনেছি যারা
কুমিরের কাছে বিচার চাইছি তারাই!
- সুদীপ্তবিশ্বাস-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 214
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 6 দিন আগে
বিলকুল বিলকুল হয়ে গেছে বড় ভুল
নিজের হাতে খাল কেটে
এনেছি ঘরে হাঙ্গর কুমির।
মুখের আড়ালে মুখোশ ছিল
বুঝতে পারিনি একচুল।
বিলকুল বিলকুল হয়ে গেছে বড় ভুল।
অলিতে গলিতে দাদা আর দিদি
হাতে ছড়ি নিয়ে শুধু চোখ রাঙায়;
মানুষ যেন দাসী বাঁদি ক্রীতদাস
জীবন চালায় ভয়ে ভিক্ষার প্রেরণায়।
কি করি এখন কোথায় যে যায়
মান সম্মান নিয়ে বাঁচা বড় দায়।
শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের মুখে চুনকালি।
তবু দেশটা নাকি এগিয়ে চলেছে
তাইতো শুনি ঘন ঘন হাততালি।
একা রামে রক্ষে নেই সুগ্রীব তাঁর দোসর
প্রচারে বিচারে ঘন ঘন উদ্গার হুঙ্কার
ভিতরে ভিতরে কিন্তু ভীষণ মিল
ফেলো কড়ি মাখো তেল
তুমি কি আমার পর।
পরবাসী আজ সবুজের দল
গ্রমে-গঞ্জ হয়ে গেছে সব উজাড়।
ভাজা মাছ উল্টে খেয়েছে বিড়াল
বুকটা বেঁধে তবু পথে বসে আছে
প্রতিবাদী সব বেকার।
ঘরের মেয়ে এখনো পায়নি বিচার
চাই এর প্রতীকার চাই এর প্রতীকার।
রাত্রিদখলে বুঝে নিয়েছি আমাদের অধিকার
দৃঢ়তায় আছি সঙ্গবদ্ধ এবারে উঠবে ঝড়।
চাই এর প্রতীকার।
m.c. 2 সপ্তাহ 19 ঘন্টা আগে
Well said
রণি 2 সপ্তাহ 18 ঘন্টা আগে
কি আর বলা যায়!
নতুন মন্তব্য পাঠান