আকাঙ্ক্ষার বৈপরীত্য
snbaqui
মঙ্গল, ২০২৪-১০-২৯ ০৪:১৮

)
গরমে সুশীতল বাতাস চাই
সেই বাতাস প্রবল হলে
সমস্যার অন্ত নাই
বৃষ্টি যতই ভালোবাসি
কিন্তু নিজেকে ছাতায় ঢাকি
সর্বদা রোদেলা দুপুর যাচি
অথচ ছায়ায় ছায়ায় থাকি
জোছনার আলো সবার কাম্য
তবুও চাঁদ লুকোচুরি খেলে
অকৃত্রিম ভালোবাসার বাসনা
আশা-নিরাশার দোলাচলে।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 87

নতুন মন্তব্য পাঠান