ঝড় আসছে
নেই নেই কেউ নেই
তুমি নেই আমি নেই কেউ নেই
পড়ে আছে শুধু পৃথিবী একা।
না সূর্য নেই চাঁদ তারা নক্ষত্র নেই
অসীম এক শুন্যতায় পৃথিবী ঘুরে চলেছে।
অবিরাম বৃষ্টিধারায় ও যেন কি বলে চলেছে।
তোমাদের ছাড়া আমার অস্তিত্ব বিপ্নন্ন।
তোমরায় নিজেরা নিজেদের চাহিদায় মরেছ।
কতবার কতবার ধ্বংস থেকে বাঁচিয়েছি
কতবার সাবধান করেছি তিলে তিলে...
তোমার শুনবে কেন?
তোমাদের লোভ মোহ স্বার্থ
কিছুতেই ত্যাগ করতে পারলেনা।
তাইতো সবটা হারিয়ে গেল এক লহমায়।
সাথে সাথে আমাকেও তিলে তিলে মেরেছ।
আমি আমার শেষ প্রাণ শক্তি দিয়ে চেষ্টা করেছি।
পারলাম ন্স কিছুতেই রক্ষা করতে।
এ যেন এক অভিশাপ
এমন স্বপ্ন কেন দেখি প্রতিদিন
জেগে থাকি রাতভোর কখন সকাল হবে।
তুমি কি এই স্বপ্ন দেখো,
তুমিও কি জেগে থাকো;
আগত ঝড় বৃষ্টি যেন বলছে
বুঝিয়ে দিতে চায়ছে তৈরি থেকো জেগে থেকো
আর একবার সুযোগ দিতে এলাম ভীষণ রূপে।
নিজেরা বাঁচো নিরাপত্তার প্রাচীর গড়
তোমাদের ভালবাসার পৃথিবীকে আগলে রাখো।
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 1 দিন আগে
তোমার জীবনে ঝড় হতে চাইনি
একে একে ভেঙে পড়ুক ডাল পালা পাতা,
ফোটার আগেই ফুল ঝরে যাক চাইনি
শীর্ণ নদীর মতন বয়ে যাবে মোহানায়
যদি কেউ চেয়ে থাকে থাক
আমি কিন্তু এমনটা কোনদিনও চাইনি।
পলাশরাঙা উজ্জীবিত বসন্ত হতে চেয়েছিলাম।
পাহাড়চূড়ার উচ্ছল ছলছল ঝর্ণা যেমন
পাথর নুড়ির বাধা ডিঙিয়ে এগিয়ে যায় তেমন।
দু ডানায় যত শক্তি আছে তোমায় নিয়ে
নীল আকাশে উড়ে যাব নিরপত্তার ঠিকানায়।
ছোট্ট আমাদের নীড় হবে
ছোট ছোট ইচ্ছারা সকালের রোদ্দুরে মিশবে
চাঁদের জ্যোৎস্না এসে ভিড় করবে কচি পালকে।
এমন আর হল কই!
ঝাড়বাতির আলো হতে গেলে ভুল ঠিকানায়
বহুতলের আবাস মাটির শান্তি এনে দেয়না;
নক্ষত্রেরা রাতেই ভাল জ্বল জ্বল করে
দিনের আলোতে নিরুদ্দেশ।
দলা পাকানো কষ্টের জমিতে পলাশ ফোটেনি!
পত্রহীন ক্যকটাস কাঁটায় ভরে গেছে
কেউ কেউ বলেছে দেরী হলেও ভুলগুলো
নাকি মনোহরা ফুল হয়ে ফুটবে কোন একদিন।
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 1 দিন আগে
প্রতিমুহূর্তে প্রত্যয় হয়ে গেছে নষ্ট
মুখগুলো চিনে গেছি নয় অস্পষ্ট
দেয়ালে ঠেকেছে পিঠ নেই কিছু হারাবার
নিভৃতে গোপনে নয় আর
সোচ্চারে আজ হোক প্রতিবাদ চিৎকার।
ফাঁকে ফাঁকে মগজের রাষ্ট্রের কীট কত
কুরে কুরে খেয়ে নেয় সবুজ স্বপন যত
আমি তুমি অবুঝেরা বড় অসহায়
ঘিরে ঘিরে পাকে পাকে অজগর ভয়।
নস্যাৎ করে দিতে জেগে উঠি আরও একাবার
নিভৃতে গোপনে নয় আর
সোচ্চারে আজ হোক প্রতিবাদ চিৎকার।
দিনে দিনে যারা স্বস্তির ঘর করেছে উজাড়
বিষে বিষে নীল ক্ষমতার পাথরে মৃতের পাহাড়।
আমি তুমি আর যত নাগরিক মুখ
পথ খুঁজি আলো হাতে উদগ্রীব উন্মুখ।
নস্যাৎ করে দিতে জেগে উঠি আরও একাবার
নিভৃতে গোপনে নয় আর
সোচ্চারে আজ হোক প্রতিবাদ চিৎকার।
নতুন মন্তব্য পাঠান