অদ্ভুত জীবনের মতো

একজন কবিতা-কুটুম্ব's picture
কোমল নিষাদ

এক অদ্ভুত জীবনের মতো, অসম্ভব নদীর মতো, সরে সরে যাওয়া জলের মতোই
অপরূপ ভালোবাসা ঘন হয়ে মায়ার অস্তিত্বে কয়েকটি পল হয়ে বসে জিতে আছি মেয়ে - আমায় হারিও না !
জেনে নিও, জীবনের তল খুঁজে এক খানা আলোর মতো এ তরঙ্গে, ছুঁয়ে ছুঁয়ে আছি, প্রেমে, অতিপ্রেমে -
তোমার পিয়াসী গভীর গোপন হৃদয়খানা মেখে, ফিরিও না, পরা, এ অসম্ভব প্রেম - ফেরাস না খুকি !

অতি কোমল রেখাব হয়ে তোমার শ্রীখানি ধরে, রাগে অনুরাগে, মীড়ে, শ্রুতিতে লগ্ন হয়ে আছি -
সুদূর গান্ধার থেকে মধ্যম পেরিয়ে শুদ্ধ তোর অপরূপ অস্তিত্ব বুকে ধরে আছি , - হৃদি-সিদ্ধি কলাবতী
আমার কোমল বিষণ্ন নিষাদ, সুরে সুরে, অনেক দূরের পথ, সমস্ত রাত্রি দুরু দুরু বুকে সুর ধরে -
তোর পথটুকু চেয়ে বসে থাকে অদ্ভুত পাগলী সুরের পুতলী, একবার ছুঁয়ে যাস - না করিস না সখী !
যোগী এক যোগভ্রষ্ট, ভিখারী ভৈরব, পদতলে মূর্ছিত চেতনা, আমার খানখান অহংকারখানা মেখে যাস
পায়ে পায়ে অপরূপ অদ্ভুত স্বপ্নের চলনে, পরা, সুরে সুরে রেখে যেও অলীক সুগন্ধ তোমার - বালক ভোলানো !
আকাশে বাতাসে ফেলে যাস না বলা, না বোঝা কথার বন্দিশ - নিয়ে যাস আমায় - ফেলে যাস না স্বপ্নবালিকা !

m.c.'s picture
Soul touching!

m.c. 2 সপ্তাহ 20 ঘন্টা আগে

Soul touching!

kalyan's picture
চমৎকার

kalyan 1 সপ্তাহ 6 দিন আগে

চমৎকার

রুদ্র's picture
স্বপ্নের স্বপ্নমাখা এমন

রুদ্র 1 সপ্তাহ 4 দিন আগে

স্বপ্নের স্বপ্নমাখা এমন পঙক্তি সব - দারুণ

রুদ্র's picture
তৃতীয় অংশের সবগুলি লাইনই যে

রুদ্র 1 সপ্তাহ 4 দিন আগে

তৃতীয় অংশের সবগুলি লাইনই যে উদ্ধৃতিযোগ্য!

পৃথা's picture
অপরূপ কবিতা

পৃথা 1 সপ্তাহ 4 দিন আগে

অপরূপ কবিতা

ঝর্না's picture
কাছে রাখার মতো কবিতা। প্রচুর

ঝর্না 1 সপ্তাহ 3 দিন আগে

কাছে রাখার মতো কবিতা। প্রচুর ভালোলাগা।

নিশার's picture
মন ছুঁয়ে, মন ভরিয়ে

নিশার 1 সপ্তাহ 3 দিন আগে

মন ছুঁয়ে, মন ভরিয়ে

কোমল নিষাদ's picture
সবাইকে অনেকানেক আন্তরিক

কোমল নিষাদ 1 সপ্তাহ 22 ঘন্টা আগে

সবাইকে অনেকানেক আন্তরিক ধন্যবাদ !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline