পুরানো কবিতা
কুমু বৃহ, ২০২৪-১০-১৭ ২১:৫৩
যদি বলি....
কুমু
যদি বলি...
এখন যুদ্ধে যাবার সময় নেই
এখন যুদ্ধ ফেরত গাজি !
আমাকে ফেলে গেছে কৈশোর -যৌবনের ছায়ারা
মাথার ভেতর বারভূতের বাসা
আমি বলছিনা,কয়েদী হৃদয় নিয়ে ভালোবাসতেই হবে !
মানুষ জন্ম মাত্রই স্বাধীন I
আমি চাই না ..
আকাশকে সংকুচিত করে নীল বেদনায় বোতল বন্দী করো
আমি চাই মেঘেরা জলবতী হোক, বৃষ্টি ঝরুক,ঝড় উঠুক
জন্ম নিক চিরহরিত বৃক্ষের মায়া
আমি বলিনি,
জোসনার দহন ভাগাভাগি করতে হবে
শুধু অমাবস্যা টুকু ছেড়ে দিলেই হলো
আমি চায়নি...
সরীসৃপ সময়ের গিঁটের সাথে ক্ষয়ে যাক নক্ষত্রের রাত
ভালোবাসায় বিসর্জনেও পাললিক সুখ বহে
সে বহতা ক'জন ধরে রাখতে জানে !
আমি চাই না...
অমল শব্দরা রচনা করুক শরশয্যা
জীবনের আলোড়নে, নিস্তব্ধতা ভেঙ্গে
যদি বলি....
বিনা শর্তে জামিন দিতে চাই !!
(Facebook এ ফিরে পাওয়া পুরানো কবিতা )
- কুমু-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 213
শাহনূর 2 সপ্তাহ 4 দিন আগে
"অমল শব্দরা রচনা করুক শরশয্যা
জীবনের আলোড়নে, নিস্তব্ধতা ভেঙ্গে
যদি বলি....
বিনা শর্তে জামিন দিতে চাই !!"
কুমু'দি, অনেকদিন পরে এলেন। আপনার "যদি বলি" লিখাটি পড়ে যথারীতি মুগ্ধ হলাম। আহা "অমল শব্দরা রচনা করুক শরশয্যা"! কবিতা কবিতা, জীবনের আলোড়নে আহা এমন উচ্চারণে মোহিত এবং স্তদ্ধ না হয়ে পারা যায়? পুরানো হলো তো কি হল, আমিতো একদম ডুবে গেলাম এই কবিতায়! অনেক অভিনন্দন রইলো!
শাহনূর 2 সপ্তাহ 4 দিন আগে
"আমি বলিনি,
জোসনার দহন ভাগাভাগি করতে হবে
শুধু অমাবস্যা টুকু ছেড়ে দিলেই হলো
আমি চাইনি...
সরীসৃপ সময়ের গিঁটের সাথে ক্ষয়ে যাক নক্ষত্রের রাত
ভালোবাসায় বিসর্জনেও পাললিক সুখ বহে
সে বহতা ক'জন ধরে রাখতে জানে !"
দারুণ লিখেছেন। "সরীসৃপ সময়ের গিঁটের সাথে ক্ষয়ে যাক নক্ষত্রের রাত"! বাকি যে ক'টা দিন আছি, এই ছত্রটা মনে থাকবে!
Kumu 2 সপ্তাহ 3 দিন আগে
অসংখ্য ধন্যবাদ শাহনূর ভাই ।
অনেকদিন পর এসেই আপনার লিখা না দেখে একটু চিন্তিত হোয়ে পড়েছিলাম ! সুস্থ আছেন কিনা ভেবে । আপনার মন্তব্য দেখে আশ্বস্ত হোলাম । আপনি আমাকে যতটা প্রেরনা দেন সত্যিই তার জন্য কৃতজ্ঞ।
আপনার না লিখার কারণ কি ?
বহুনামি প্রিয় কবিকে চিনতে পারছি না ! উনি ভাল আছেন তো ?
m.c. 2 সপ্তাহ 3 দিন আগে
Beautiful!
শাহনূর 2 সপ্তাহ 1 দিন আগে
"আপনার না লিখার কারণ কি ?" এবং "চিনতে পারছি না ! উনি ভাল আছেন তো ?"
১) আরে ভাই দিন দিন অথর্ব হয়ে যাচ্ছি। কবিতা লিখাতো দূরে থাক একটা শব্দও কি বোর্ডে আসেনা। যেখানে প্রতি বছর অন্তত দশটা শারদীয়া আনাতাম, এবার একটাও আনাই নি। বাংলা দেশের অবস্থা/দুরবস্থা দেখে/পড়ে/শুনে, এবং আমেরিকার ইলেকশানের কাহানি দেখে মাঝে মাঝে অন্য কোথাও, অন্য গ্রহ গ্রহান্তরে চলে যাই। আজকাল আমার একমাত্র সুরাহ মন্ত্র হচ্ছে রবীন্দ্র সঙ্গীত, চিরটা জীবন অবিশ্বাসী ছিলাম, এবং অন্তরালে কিছুটা গর্বিত ও ছিলাম (এই গৌরবের কথাটা অবশ্য অন্য একজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন)। আজকাল খুব সম্ভব বদলে যাচ্ছি অতি দ্রুত, তাই হয়তো নতুন করে শুনি,
"তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥
বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না।
আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,
এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥"
২) আমি আজকাল তেমনটা আসিনা এই মঞ্চে, শুধুমাত্র মঞ্চ কেন কোনো কবিতার সাইটেই আসিনা। বহুনামি'কে আমিও মিস করি, ঠিক ঠাক চিনতে পারিনা, আজকাল মঞ্চে অনেক ভালো কবিতা পোষ্ট করছেন অনেক কবি, মঞ্চ এখন অনেক সমৃদ্ধ হয়েছে, সেইসব কবিতার মাঝে উনি কোথায় আড়ালে আছেন ঠাওর করতে পারিনা। আমি বরং উল্টা পাল্টা গান শুনে ভাবি, হয়তো উনি বলছেন,
" তুমি মোর পাও নাই পরিচয়।
তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়॥
মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে,
আলো তার ভয়ে ভয়ে রয়--
বায়ুপরশন নাহি সয়॥
এসো এসো দুঃখ, জ্বালো শিখা,
দাও ভালে অগ্নিময়ী টিকা।
মরণ আসুক চুপে পরমপ্রকাশরূপে,
সব আবরণ হোক লয়--
ঘুচুক সকল পরাজয়॥"
এখানে তুমি "কে", আমি "কে" ব্যাপারটা কুয়াশা আবৃত।
অধুনা, একটা কাজ করি, সারাদিন আর রাত দুপুর তক গিন্নীর ঘুমে অসুবিধা করে হুমায়ুন আহমেদের নাটক গুলো দেখি। যেমন ধরুন "নক্ষত্রের রাত", গত দুইদিন দুই রাত ধরে দেখলাম, "কোথাও কেউ নেই"! একা একাই শিহরিত হই, ব্যথিত হই, মাঝে মাঝে হেসেও ফেলি। এগুলো দেখতে গিয়ে অনেক কিছু ভুলে থাকা যায়, বিপ্লব, যুদ্ধ, রক্তক্ষয়, ইলিশ মাছ রপ্তানি নিয়ে টিকা টিপ্পনি, বাংলাদেশের জাতিয় সঙ্গীত বদলে দেবার দাবী, প্রতিমা এবং আরাধনা লয়ে আগুন ধরানো, ...... পৃথিবীতে ২০০০ পাউন্ড বোমা, মিশাইল, ... এগুলোর চেয়ে "কোথাও কেউ নেই'র "হাওয়া মে উড়তা যায়ে ও মেরে লাল দোপাট্টা মল মল কাহ জী, ও জী" দেখাতে অনেক শান্তি। স্যরি, অনেক হাবিজাবি বের হয়ে আসছে কিবোর্ডের "কি"গুলো দিয়ে, এবার রাখি।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফেসবুক থেকে আরো কিছু কবিতা পোষ্ট করুন এই কামনা করছি। অবশ্য নতুন কবিতাও পোষ্ট করুন।
নিশার 1 সপ্তাহ 3 দিন আগে
পুরাতন তবু তীব্র স্পর্শ করল
নিশার 1 সপ্তাহ 3 দিন আগে
নব নব কবিতা নিয়ে আসুন এই শুভকামনা
নতুন মন্তব্য পাঠান