নারীজন্ম
শ্রীসুমনজিৎ বুধ, ২০২৪-১০-১৬ ১২:৫৩
সম্ভাবনা মুছে দিয়েছে নাম
তাই আহ্লাদের সব নৌকো
বেনামী বন্দর জুড়ে থাকে
আঘ্রাণে খুঁজে পাইনি সুবাস
তাই কবিতায় বাঁধিনি তোমাকে
জানি প্রতারিত কুয়াশার মধ্যে ছিল
হলুদ দিনের গল্প,
পাঁচফোড়নের কৌটো জুড়ে
আপোষের জ্বলজ্বলে ফলক
তবু চৌকাঠের মায়া বড় টানে
সবজির বাসি খোসার মতো
পড়ে থাকতে থাকতে
একদিন প্রতিদিন লোনা স্বাদ
অভ্যস্থ হয়ে পড়ে
শাদা হরফে লেখা থাকে শ্রীমতী
আর কিছু নয়
অযত্নের নুপূরে যেভাবে থাকে
শুধু বন্ধ্যা দুপুরের ক্রন্দন
বিধাতার কাছে শুধু
একটাই প্রশ্ন অন্ধ মাছির মত ঘোরে
নারীজন্ম কেন এত বড়
মুক ও বধির জঠরে ??
- শ্রীসুমনজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 220
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 4 দিন আগে
নারীকে দাও সম্মান।
হে মহামানব অন্তরে অন্তরে কর তাঁর তর্পণ
যাকে অবহেলা হতে দেখেছি করেছি
কখনো ভাবিনি সে আমার বড় আপন
দেবো দেবো করে দিইনি তারে আকাশ
পাঁকে পাঁকে বেঁধেছি নিয়েছি পাখার বাতাস
তারপর ফেলে দিয়েছি কেড়েছি আবাস।
প্রকৃতিতে নারী পুরুষ উভয় সৃষ্টির কারিগর
তবু একজন পায় আদর একজন বড় অনাদর
কেউ পদানত কেউ পাহাড় শিখর।
আজ এখনি নারীকে বুঝে নিতে দাও সম্মান
যা ওদের প্রাপ্য কোনমতেই করোনা কেউ খণ্ডন
এই পৃথিবী আনন্দময় চন্দ্র সূর্য রাত্রিদিন।
m.c. 2 সপ্তাহ 3 দিন আগে
Beautiful feelings
অনি 2 সপ্তাহ 3 দিন আগে
অপূর্ব লাগল
রুদ্র 1 সপ্তাহ 4 দিন আগে
"জানি প্রতারিত কুয়াশার মধ্যে ছিল
হলুদ দিনের গল্প,
পাঁচফোড়নের কৌটো জুড়ে
আপোষের জ্বলজ্বলে ফলক
তবু চৌকাঠের মায়া বড় টানে"
অসামান্য, অসামান্য
রুদ্র 1 সপ্তাহ 4 দিন আগে
"শাদা হরফে লেখা থাকে শ্রীমতী
আর কিছু নয়"
পৃথা 1 সপ্তাহ 4 দিন আগে
সার্থক লেখাটি!
নতুন মন্তব্য পাঠান