ঝর্নার মেঘ
ঝর্নার মেঘ ১
বিষণ্ণ বুলেটপ্রুফ জ্যাকেট একা পড়ে আছে
যে সবুজ পুরুষের মধ্যমায় ঋণ
সে ধীরে ধীরে পরিয়ে দেবে জাফরানবিনুনীর মেয়েটিকে
রাজকন্যার শিরোপা নিয়ে তার উপর নেমে আসছে
ঝর্নার মেঘ, অভিমানের মালিকানার ভিতরে
হুহু করে ছুটে চলে যে বুলেট, অব্যর্থ নিশানায় -
অপারঙ্গম জ্যাকেট জানে মানবী নিজেই
বুলেটনিরোধক, অপাঙ্গনয়ন জোড়া বুলেটবিনাশী ব্যারিকেড!!
ঝর্নার মেঘ ২
কেউ কেউ তার দেখা পেয়ে যায়
বাকিরা ঋষি হয়ে ভেষজগাছের ছায়ায় কাটিয়ে দেয় জীবন
ঝর্নার মেঘ জানে কোনোদিন কেউ প্রেমের কবিতা
লিখতে পারবেনা তেমন, যেমন প্রথম চুম্বনের হিম-উষ্ণতা
জন্মের পর জন্ম পেরিয়ে যায়, কবিতা নামের গ্রহ
আজো তৈরি হলোনা বলে, বারবার বিগ ব্যাং
যারা সহসা একদা একবার দেখেছিল তাকে
তারা জানে সূর্যও নিভে যাবে, তবু থেকে যাবে
সরযূ বালিকা, শরীরের কেন্দ্রে তার প্রথম কবিতার প্রথম অক্ষর
ঝর্নার মেঘ ৩
"যেভাবে বৃন্তে জাগে শিহরণ
সেভাবে নিয়েছো আমার দখল, প্রভু হে!" - আফরোজা সোমা
কবিতা মানে নরম রোমে লেখা যৌনলিপি
কখনও কখনও এরকম ব্যক্তিগত তন্দ্রা আসে, বুঝলে?
আহত অর্গাসমের পাশে কেঁদে ওঠে তাবত ঝর্নার মেঘ
অথচ কবিতা তো অযৌন প্রিস্টাইন, ক্ষুধার্তের
ভাসামাণিক, রূপশাল, জলকামিনী, দুধের সর এবং হারানো
সেই পাঁচ হাজার ধান্য, হারানো আবেগ সৎকারের এক মন্দ্র দুপুর
আর কেউ আমাদের ধমনীর রূপকথার দখল নেয়না তেমন
আমাদের বৃক্কের, যকৃতের যেভাবে কবিতার ঝর্নার মেঘবাষ্পখানি!
Hiya Raja 3 সপ্তাহ 10 মি আগে
এতো সুন্দর করে বলা ! জাস্ট বয়ে গেলাম - ! অসাধারণ !
পিয়াস 3 সপ্তাহ 7 মি আগে
কিন্তু আপনি কবিতার বস্!
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 6 দিন আগে
দারুন সুন্দর রসময় প্রানবন্ত ঝর্ণা মনের কথা বলে গেল।
সবুজ ঘাসের শিশিরগুলো শুকনো পা ভিজিয়ে দিচ্ছে
আমার হাত ধরে তুমি কোথায় নিয়ে চলেছ
এ পথ আমার খুব চেনা যেন গত জন্মের
মাঝে মাঝে তুমি খুব অচেনা হয়ে যাও
তোমার কপালের ভাঁজে যুগের প্রশ্ন
উত্তর দিতে গিয়ে পথ হারায়
দুঃসহ এক ঘূর্ণিঝড় শরীর কম্পমান
সব এলোমেলো স্বপ্নিল আমি হারিয়ে যাচ্ছি
শক্ত করে ধরে রাখো লতাগুল্মেরা যেমন থাকে
স্বপ্নিল বন্ধ ঠোঁটে আজন্ম রুক্ষতার মর্চে পড়েছে;
শ্রাবণের অবিরাম বৃষ্টিধারায় সিক্ত করো মুক্তি দাও।
hiya 2 সপ্তাহ 6 দিন আগে
আরে দ্যুৎ, কবিতা বহুমাত্রিক, আমরা সব একমাত্রিক !
কিছু না
ঝর্না 2 সপ্তাহ 4 দিন আগে
অপূর্ব লিখেছেন...
ঝর্নার মেঘ হোক, পাহাড়ের বৃষ্টি...
অপেক্ষা রইল পরেরগুলোর...
তাড়াতাড়ি আসুক...
নতুন মন্তব্য পাঠান