এই পাতাটি পড়তে বা মন্তব্য করতে অনুগ্রহ করে লগ-ইন করুন, যদি লগইন করা অবস্থায়ও না পড়া যায় উপরে ডানদিকে দপ্তর লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক ক’রে ‘ইবারোয়ারি লেখক থিম’ সিলেক্টেড বা নির্বাচিত করে নিতে হবে
শঙ্খ
দীপন চক্রবর্তী
বৃহ, ২০২৪-০৯-২৬ ১৩:১৯

এই পলাশের লাল জেনো বসন্ত পার্বণী
এই হলুদাভ দিন জ্বলজ্বলে দুপুরের রোদ
গুজিয়া হাতে বাসন্তী মেয়েদের ফেরা
ক্লোন করা মুখ ক্ষীণ কটি নির্জনে আসে
পপলিনে মিহি হাওয়া তার সাথে নির্জনা সে
আকাশপ্রদীপ জ্বলে উপশম আছে কিনা বলো
চরণচিহ্ন সমস্ত গিয়েছে দূর উত্তর
এই জ্বলজ্বলে রোদে ফিরে এসো
শীতনিদ্রা কিছু ভালো নয় মনের বাহক
ধুলো হই তৃণ হয়ে জন্মাবো বলে অথবা
হাওয়া হই নিঃশ্বাসে। তুমি কষ্ট তুলো না
শুধু নারী হও, আরতির লয়ে নাচুক আদর
যতদিন যায় এ নেশা দিক পাল্টায় তবু
লক্ষ্যে সে স্থির, আরতি বেলায় তোমার
সুচারু স্তনজোড়া কাঁপতে থাকে
আমি ভাবি, কখন? আবার কখন পাবো
সময়ের দেখা, দুটি আইভরি বলে ঠোঁটে
ইচ্ছেমত কামড়ে খাওয়া বাডস অফ হার ব্রেস্ট
__________________
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
- দীপন চক্রবর্তী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 273

ঋত্বিকা 20 সপ্তাহ 1 দিন আগে
এই কবিতাটিও - ছত্রে ছত্রে প্যাশন, বড় ভালোলাগা থাকল
m.c. 20 সপ্তাহ 11 ঘন্টা আগে
Fabulosa
অনি 20 সপ্তাহ 9 ঘন্টা আগে
"পপলিনে মিহি হাওয়া তার সাথে নির্জনা সে
আকাশপ্রদীপ জ্বলে উপশম আছে কিনা বলো"
কেয়া বাত কেয়া বাত
kalyan 20 সপ্তাহ 9 ঘন্টা আগে
চমৎকার কবিতাটি
মধুছন্দা 20 সপ্তাহ 9 ঘন্টা আগে
সেভ করে রাখতেই হল
মধুছন্দা 20 সপ্তাহ 9 ঘন্টা আগে
"এই নীল মণিহার"ও চমৎকার লাগল
নতুন মন্তব্য পাঠান