বারোমাস আশ্বিন মাস
শোনো, আশ্বিন মাসের রাতে আমার বাসায়
একটি প্রধান দরজা বন্ধ হলে
প্রায়শই আরেকটি নরম দরজা মৃদু খুলে যায়
স্লাইডিং ডোরে তার ড্রেপারি উদোম !
নিঃশব্দ পেখম মেলে সেজে থাকে একাকী ব্যালকনি
টেরাকোটা টবে মল্লিকা দলে আশ্বিন মাস আসে,
ঠিক যেন
বারোমাস স্নান করে ভিজে থাকা চন্দ্রালোক ভুলে যাওয়া আলোকিতা রাত
জাফরানি কাতান তার মেলে দেয়া ঝরে যাওয়া শেফালি উঠোন শুয়ে থাকে !
তার গায়ে জিরো ওয়াট ফিলামেন্ট জরি দিয়ে বুনে যাওয়া তিন ভরি আলো,
বিচিত্র বটিক ফালি অথবা টাঙাইল সুতোর কাজে বিজড়িত “ওঁ” !
আমি তার মন্ময় নিঃশ্বাস শুনি শতেক হাজার মাইল
দূর তন্ময় পূজার বাতাসে, স্মৃতির ডালিতে এক ঝুড়ি হিমঝুরি
স্পর্শ না করেই দ্যাখো কেউ বুঝি রেখে গেছে
এক গুছি নিরালা আরতি, অগ্রিম সুপ্রিম তোমার বেদিতে …
সূর্যটা নিভে গেলে এমন করেই যদি সদর দরজা বন্ধ হয়ে যায়
মাটির ঘরের ফ্লোরে, সদর কোঠায়,
তখন যেন আশ্বিন মাস হয় প্রতি ক্ষণ, প্রতি দিন, প্রতি রাত,
সকাল সন্ধ্যা আর নিরালা দুপুর।
সেলাইয়ের ফ্রেম নিয়ে ঝুলে থাকে একাকী ব্যালকনি
আনমনা মৌন বিকেলে, ভুলে যাওয়া কফি কাপে উষ্ণতা টেষ্ট করে
কার্নিশে ইতস্ততঃ শালিখের ঠোঁট,
তখন সত্যি যেন আশ্বিন মাস হয়ে যায় প্রতি মাস, ঘুরে ঘুরে
ননস্টপ সাইক্লিক বারোমাস!
- পারিজাত রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 281
রেহানা 8 সপ্তাহ 4 দিন আগে
মন্ময় শব্দটি শিখলাম
রেহানা 8 সপ্তাহ 4 দিন আগে
কবিতাটি চমৎকার
মধুছন্দা 8 সপ্তাহ 4 দিন আগে
বারোমাস এরকমই আশ্বিন মাস কবিতা বয়ে নিয়ে আসুক এই শুভকামনা থাকল পারিজাতদা
অনি 8 সপ্তাহ 3 দিন আগে
মুগ্ধ করা !!
এনা 8 সপ্তাহ 3 দিন আগে
দারুণ
pallav 8 সপ্তাহ 3 দিন আগে
উপাদেয় কবিতা!
পড়তে খুব ভাল লেগেছে পারিজাতদা
নতুন মন্তব্য পাঠান