লিখি তো চিঠি !

hiya's picture
hiya সোম, ২০২৪-০৯-০২ ১১:৪৬

তোমাকে লিখি তো চিঠি, রং মিলন্তি হাওয়ার সাথে,
আনমনে, হাসির ছোঁয়াচ লাগা গভীর অতল দুটি পুস্করিনীর কোণে
আলতো হাতের কিছু খুচরো পরশে - যেখানে এখনো কিন্তু অনেক সংশয়
মুখে যে দু চারটে জড়ানো অলক - অধিকার নাকি অলকাপুরির মায়া
একটি শব্দের উচ্চারণে একটি জীবন - অথবা অনেক সাহস লাগে -
কি করে যে বলি বলি বলে বলাই হলোনা একযুগ -
কতযুগ কেটে গেলো - জানো - সুচরিতা,
এখনো ভোরের ভোর আলতো দুপায়ে মাড়িয়ে ন মাসে ছ মাসে
যে যে মহার্ঘ্য স্বপ্নেরা আসে -
কেমন অযথা অন্যায় দেখো - যত ভালো স্বপ্নই হোক,
ভাঙা স্বপ্ন আর জোড়া তো লাগেনা - যেমন আমার চিঠি- শুধু চারটে অক্ষর
যেন গোটা জীবনের এক চতুর্বর্গ অসাধ্য সাধন -
একটি শব্দের উচ্চারণ, অথবা লিখন - এক সমস্ত জীবন চলে যায়
- অথবা অনেক সাহস লাগে -
কি করে যে বলি বলি বলে বলাই হলোনা একযুগ -
কতযুগ কেটে গেলো - জানো - সুচরিতা,
তোমাকে লিখি তো চিঠি, রং মিলন্তি হাওয়ার সাথে,
পড়োনি কি ? ভেজাও নি, আনমনে-
আলতো হাসির ঢেউয়ে, গভীর অতল দুটি পুস্করিনীর কোণে ছিঁড়ে ফেলে ? সুচরিতা !

__________________

কিছু না

ঝর্না's picture
অপূর্ব লিখেছেন হিয়া... নামটাও

ঝর্না 13 সপ্তাহ 3 দিন আগে

অপূর্ব লিখেছেন হিয়া...
নামটাও দারুন...এক অদ্ভুত দাবী নিয়ে ভালোলাগার...

ঝর্না's picture
"আলতো হাতের কিছু খুচরো পরশে -

ঝর্না 13 সপ্তাহ 3 দিন আগে

"আলতো হাতের কিছু খুচরো পরশে - যেখানে এখনো কিন্তু অনেক সংশয়
মুখে যে দু চারটে জড়ানো অলক - অধিকার নাকি অলকাপুরির মায়া
একটি শব্দের উচ্চারণে একটি জীবন - অথবা অনেক সাহস লাগে -
কি করে যে বলি বলি বলে বলাই হলোনা একযুগ -
কতযুগ কেটে গেলো - জানো - সুচরিতা,"

এই অংশটা যা হয়েছে না!!
তুমুল...অসাধারণ...

এমনকি এই রিপিটেশনটাও কবিতাও আলাদা মাত্রা এনেছে...

"কি করে যে বলি বলি বলে বলাই হলোনা একযুগ -
কতযুগ কেটে গেলো - জানো - সুচরিতা,"

খুব খুব ভালোলাগা কবিতা...

রিউ's picture
আহ্ দারুণ দারুণ

রিউ 13 সপ্তাহ 2 দিন আগে

আহ্ দারুণ দারুণ

রিউ's picture
আলতো হাসির ঢেউয়ে

রিউ 13 সপ্তাহ 2 দিন আগে


আলতো হাসির ঢেউয়ে, গভীর অতল দুটি পুস্করিনীর কোণে ছিঁড়ে ফেলে ? সুচরিতা !

আলতো হাসির ঢেউ বড় বেশি মন কেমন করিয়ে দিল - যে জানে সে জানে!

kalyan's picture
খুব চমৎকার

kalyan 13 সপ্তাহ 1 দিন আগে

খুব চমৎকার



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline