দূর
দীপন চক্রবর্তী শনি, ২০২৪-০৮-৩১ ১৬:০৭
এসব পঙক্তি লিখি শিশুর খাতায়
সনেট তাড়িয়ে চলি ঘাসনৌকায়
সে যাপন তীরভাঙা নদী সে তো মা
মাগো তুই জেনে নিস কে গান মাতায়
শিয়রেতে মন্দির আর নামগান
লয় নিয়ে ভেসে আসে তবু অশ্রুধারা
ঠোঁটে আসে সেই নাম শুধু ঠোঁটে আসে
মনতরু হাওয়া আনে জীবনের ফেরা
স্মৃতিহীন আজ মেখে বহু রাতরঙ
অভিমান করে আর নেয় যে সুদূর
কন্যাকাল আলোরাতে মিটিমিটি জ্বলে
আপ্তদূতীরা গায় মালগুডি সুর
সব ঘর খেলাঘর, নয় এতো জানা
জোনাকির গুঞ্জন, আলো নেভে জ্বলে
কমলযোনির ফুল ফুটে আছে নির্ভুল
সেই ফুল ফুটে আছে দূর বিন্ধ্যাচলে
__________________
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
- দীপন চক্রবর্তী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 364
m.c. 13 সপ্তাহ 4 দিন আগে
Splendid!
এনা 13 সপ্তাহ 4 দিন আগে
আবারও দারুণ দীপনদা
আর্বানমিশুকে 13 সপ্তাহ 4 দিন আগে
সুপার মার্ভেলাস কম্পোজিশন
রিউ 13 সপ্তাহ 4 দিন আগে
"স্মৃতিহীন আজ মেখে বহু রাতরঙ
অভিমান করে আর নেয় যে সুদূর
কন্যাকাল আলোরাতে মিটিমিটি জ্বলে
আপ্তদূতীরা গায় মালগুডি সুর"
ওহ্ দুর্দান্ত টু দা পাওয়ার ইনফিনিটি
রিউ 13 সপ্তাহ 4 দিন আগে
"সব ঘর খেলাঘর, নয় এতো জানা
জোনাকির গুঞ্জন, আলো নেভে জ্বলে
কমলযোনির ফুল ফুটে আছে নির্ভুল
সেই ফুল ফুটে আছে দূর বিন্ধ্যাচলে"
এটি পড়ে মনের অনুভূতি যে কোনো বর্ণনার ঊর্দ্ধে !
la pata 13 সপ্তাহ 4 দিন আগে
darun
ঝর্না 13 সপ্তাহ 4 দিন আগে
ভালোলাগলো...
বনলতা 13 সপ্তাহ 4 দিন আগে
অনেক চমৎকার দীপনদা
জো 13 সপ্তাহ 4 দিন আগে
কমলযোনির ফুল ফুটে আছে নির্ভুল
কেয়া বাত কেয়া বাত
পারফেক্ট পদ্য, আদ্যোপান্ত উপভোগ্য
পায়েল 13 সপ্তাহ 4 দিন আগে
অনাবিল ও অফুরন্ত মুগ্ধতা
পায়েল 13 সপ্তাহ 4 দিন আগে
স্মৃতিহীন আজ মেখে বহু রাতরঙ
অভিমান করে আর নেয় যে সুদূর
কন্যাকাল আলোরাতে মিটিমিটি জ্বলে
আপ্তদূতীরা গায় মালগুডি সুর
নতুন মন্তব্য পাঠান