অনুশোচনায় দগ্ধীভূত
snbaqui
বুধ, ২০২৪-০৮-১৪ ১২:৫২
বুধ, ২০২৪-০৮-১৪ ১২:৫২ তোমার মধুর বচনে মার্জিত আচরণে
মুগ্ধতায় মোহাবিষ্ট আমার মন
কপট আশ্বাস করেছি বিশ্বাস
নিজেকে উজাড় করে অকৃত্রিম সমর্পণ
খোলস খুলে মুখোশ ফেলে
আসল চেহারা যবে হলো উন্মোচন
ততদিনে ভ্রান্তি সংশোধনে
সকল পন্থা রুদ্ধ বিলক্ষণ
পায়ের তলায় মাটি সরে যায়
ব্যক্তিসত্তা দিয়েছি বিসর্জন
মেঘে মেঘে হায় বেলা বেড়ে যায়
হাত-পা বেঁধে অকূলে সন্তরণ।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 91





নতুন মন্তব্য পাঠান