চল, একদিন

চল, একদিন, কোনো একদিন তোর সাথে বেনামে নষ্ট হয়ে যাই
কাজে, অকাজে কিংবা বাজে অজুহাতে,
অথবা নেহাতই কোনো বাজে বাহানাতে,
এদিক সেদিক করে, কিছু ফুসমন্তরে
সময়ের ফিতেটাতে দাগ কেটে যাই
কিছু কথা, কিছু কথা কাটাকাটি ,
একেবারে অর্থহীন কিছু কান্নাকাটি,
বেকার দুপুর জুড়ে কবিতার পাড়ায় টহল - কিছু হাঁটাহাঁটি,
কখনো পা পিছলে পড়া, কিছুটা ঝগড়ার সাথে তুমুলের ঝাঁটি
তারপর বেশ কিছু দৌড়নো চৌকস দৌড়,
আচ্ছা ঠিক হ্যায়, আমিই চোর - তোকে ছুঁলে মোড় !
কিছুটা পাওনা দেনা, কিছুটা নগদ আর বাকী ধার-বাকী ?
কিছু অপ্রাপ্য কাল - বেড়ালের ভাগ্যে প্যারাসুটে শিকে
কিছুটা তোতলানো বাজে অজুহাত, ধুকপুকি উত্তাল,
বুকে হামলিয়ে পড়া হাওয়ায় উড়ন্ত কিছু কালবৈশাখী
হয়তো বা সর্বাঙ্গে অকারণ হেসে ওঠা, ঝড় বৃষ্টি বাদল হঠাৎই
- এই বাজে সময়ের ঘড়ি থেকে, যেন খানিকটা মাটি !
সে কিছু শুধু দুজনের জানা, খালি আমাদের জানা অনর্থক নষ্ট সময় -
কথা তো অনেক হলো, চল না একসাথে, দুই পা হাঁটি
আর, বিশেষ কিছু নয়,
যাবি ? আয় না , আয় - চল, একদিন তুই আর আমি - বেনামে নষ্ট হয়ে যাই !
!
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 299

ঝর্না 28 সপ্তাহ 2 দিন আগে
ভীষণ সুন্দর লেখা হিয়া।
অপূর্ব সব পঙতিমালা।
"চল রাস্তায় সাজি ট্রামলাইন" শ্রেয়া ঘোষালের গানটা মনে পড়লো।
শুনেছেন এটা। দারুন লিরিকস।
খায়রুল আহসান 28 সপ্তাহ 2 দিন আগে
"কিছু কথা, কিছু কথা কাটাকাটি ,
একেবারে অর্থহীন কিছু কান্নাকাটি,
বেকার দুপুর জুড়ে কবিতার পাড়ায় টহল - কিছু হাঁটাহাঁটি" - যাপিত জীবনের কড়চা।
ভালবাসা ভালবাসি....
jkc 28 সপ্তাহ 2 দিন আগে
নস্টালজিয়া আর ভালোলাগার হিল্লোল
হিয়া রাজা 28 সপ্তাহ 2 দিন আগে
ঠিক, ভীষণ সুন্দর গানটা,

"আহা,উত্তাপ কত সুন্দর থার্মোমিটারে মাপলে!
হিয়া রাজা 28 সপ্তাহ 2 দিন আগে
তাই তো, যাপিত জীবনের কড়চা।

"রোজ বেঁচে যাই এমনই, যেমন বাঁচি,
তুমি আমি সে-ও জীবনের কাছাকাছি!"
হিয়া রাজা 28 সপ্তাহ 2 দিন আগে
ভাল লাগল খুব ভাল লাগা জেনে, thanks jkc !
ঝর্না 28 সপ্তাহ 2 দিন আগে
একদম।
নাইস নেম
থ্যাংকস হিয়া রাজা
নতুন মন্তব্য পাঠান