হে আমার প্রতিশোধ --------?
মল্লিকা রায়
বুধ, ২০২৪-০৭-৩১ ১৩:১৮

নিয়ে যাও এইসবও, সংক্ষিপ্ত করো
যতটা সময় ছিল
খুঁটে খুঁটে রেখে গেছি সব
যতগুলো শষ্যদানা ছিল কিছুতেই অঙ্কুরিত নয়
জল শষ্য ফল তাপ ক্লিষ্ট ভূমির উপর
বেদনা দেখেছ গাছ
পাকদগ্ধ নাড়ীর ভেতর সন্দিগ্ধ মোচড়
গলাবদ্ধ জলাশয় জীভ
ঝুলে আছে কাকোদর কর্কশ সভায়
ঋজু হতে হতে নাভিশ্চ পাঁকাশয়
দিয়ে দেব সব, চোখ মুখ অস্তমিত অধ:
সটান আমিও খুলে নাও
বর্ণ গন্ধ স্বেদ যাঞ্জবল্ক সমুখে দাঁড়াবে
নিও সব উত্তরীয়
যোনীস্তম্ভ বর্গা মাটিতে স্মিতহাস্য সয়ম্ভূ ঋষিরা
যদি এসে বসে শষ্যতীর্থ ধামে
চলে যাবো স্বর্ণাক্ষ ফেলে, নিও সেই অক্ষোহিনী
জন্মান্তর হলে প্রতিষ্ঠ ভাজে
ফিরে দেব উত্তরীয় রঙীণ কোলাজে !
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 255

ঝর্না 38 সপ্তাহ 5 দিন আগে
তুমুল ভালো লেখেন, মল্লিকা
মল্লিকা রায় 38 সপ্তাহ 4 দিন আগে
অসংখ্য অভিনন্দন ঝর্ণা অভিনন্দন
জানাই ।
আর্যতীর্থ 38 সপ্তাহ 2 দিন আগে
ভীষণ ভালো। যাজ্ঞবল্ক্য হবে ?
নতুন মন্তব্য পাঠান