মাংসসাবান

আজিম
মাংসসাবান গায়ে ঘষছি কোন সে সকালদুপুর
তুমি জানো আমার অহং-এর মধ্যেই হাস্নুহানা ফুল ফুটে ওঠে
বাষ্পেরা ডানা মেলে বলে যায়, মেকি মেকি
সব অনুভূতি মেকি বলে আমাদের আদরের বেলা
রৌদ্রকিরণ মাখে না আর
কার্তিকের সন্ধ্যা নেমে এলে, দীপের থমকানো আলো
মনে হয় একটা ভূতের গল্প, টলোমলো পায়ে
উঠোনে এসে দাঁড়িয়েছে, তার বুকে মানুষের ওম
যেন এইবারে শীতে আর ঝরবেনা হিম
পৃথিবীর যতো কাঙালেরা পেট পুরে গরম দুধভাত খাবে !
kalyan 38 সপ্তাহ 6 দিন আগে
চমৎকার
ঝর্না 38 সপ্তাহ 6 দিন আগে
একদম।
অদ্ভুত ভালো লেখা
পদ্যওলা 38 সপ্তাহ 4 দিন আগে
রাত এসে থমকালো - অন্ধকারে মিশকালো শাল গায়ে বলে গেলো
সূর্য্যের স্বপ্নগুলো নাকি সব দিনের ভাঁওতা -
শব্দের বুদ্বুদ ফেটে সুখী শব্দের ছানারা বসে ক্যাডবেরি গোনে
খিদের চাদরে ঢাকা ম্লানমুখে দুঃখের শিশুরা - অভাবের ভীষণ ন্যাওটা !
নতুন মন্তব্য পাঠান