ক্লান্ত আঁখির জল

আব্দুর রহিম
সেদিন রাতে হঠাৎ ঝরেছিল দুফোটা ক্লান্ত আঁখির জল।
অনেক হারানোর শোকেও এটা ঝরেনি কভু।
রাত জাগা নিশির শেষে ভোরের আলো এসে শতবার এনেছিল ঝাজালো স্বপন আলো ঝলমল দিনের মত।
আলো ঝলমলে দিনের আগমনী গান কতবার
গেয়েছিল ব্যথিত হৃদয় অনাগত দিন শেষে।
তারপরও শুধু আধার নামে কেবল আধার নামে
চির পরিচিত ঘন কালো আধার মুছে দিয়ে কাক্ষিত আলো।
এখন আর রাতের আকাশ দেখিনা আর দুরের তারাদের দেখিনা দুর নিলীমার শেষে সেই মায়াবী তারা
যারা ছিল নিশি জাগা মায়াবী ছলনা দুর নীলিমার।
রাতের তারা আকাশের নিলিমা আর টানে না আমায়।
আমি জাগি তবু তিমিরের কালো তিথি শুধু একা
জানালা বন্ধ ঘরের কোনো বড় একাকী
আর দুঃসহ স্বপন সদৃশ লোভাতুর আশা এসেছিল
ঘনকালো রাতের শেষে সাথে নিয়ে তার বিষম স্মৃতি।
ঝর্না 32 সপ্তাহ 5 দিন আগে
খুব এলোমেলো লেখা।
ভীষণ রিপিটিভ কিছু অংশ।
লেখক পরিচিত মনে হলো।
যাহোক ঠিক কবিতা হলো না
নতুন মন্তব্য পাঠান