এক দুই তিন

পদ্য ওলা
লালে ধুয়ে ফেলা বিষন্ন শ্রাবণে
বিবর্ণ হলুদ ধাতু প্রবেশের আগে মাপ চায়,
গরম বারুদ জ্বলে ওঠার আগে এক ন্যানো সেকেন্ড ওপরওয়ালার কাছে সময় চেয়ে নিল,
বুকের মধ্যে এক হাপর বাতাস বিদায়ের আগে শেষ ফরিয়াদ পাঠাল দিন দুনিয়ার মালিকের কাছে,
আলিঙ্গনের জন্য দুটি ছড়ানো হাত বিশ্বাস করেনি তখনও
শয়তান এসে গেছে ত্রিশ ফুটের মধ্যে,
সে বোঝেনা আলিঙ্গনের ভাষা,
সে চায় গরম রক্ত,
পায়ের তলার মাটি, মা,
এক শরীর প্রানকে কোল দেওয়ার জন্য
অসীম ব্যথায় অপেক্ষায় মুক হয়ে আছে।
এক দুই তিন
একটা শব্দ,
তিন চার পাঁচ
আরেকটা,
চিরকালের জন্য দুটো বাংলা শব্দ এক হয়ে গেল,
মাটিতে পড়ল মোছা যায়না এমন লাল কালির দাগ।
মাটি আর আকাশ লিখে রাখল এক অপরিশোধ্য ঋণ।
বনলতা 32 সপ্তাহ 6 দিন আগে
কিছু কবিতা মনে চকিতে গভীর দাগ কেটে যায় - এটি সেরকমই
রকি 32 সপ্তাহ 6 দিন আগে
দুর্দান্ত
স্পেশালিঃ
এক দুই তিন
একটা শব্দ,
তিন চার পাঁচ
আরেকটা,
চিরকালের জন্য দুটো বাংলা শব্দ এক হয়ে গেল,
মাটিতে পড়ল মোছা যায়না এমন লাল কালির দাগ।
মাটি আর আকাশ লিখে রাখল এক অপরিশোধ্য ঋণ।
আব্দুর 32 সপ্তাহ 6 দিন আগে
মর্মস্পর্শী লিখেছেন কবি
ঝর্না 32 সপ্তাহ 6 দিন আগে
দারুন
খায়রুল আহসান 32 সপ্তাহ 5 দিন আগে
"মাটি আর আকাশ লিখে রাখল এক অপরিশোধ্য ঋণ" পদ্য ওলার পদ্য পড়ে অভিভূত!
"চিরকালের জন্য দুটো বাংলা শব্দ এক হয়ে গেল" - হুম, বুঝতে পেরেছি!
ভালবাসা ভালবাসি....
jkc 32 সপ্তাহ 5 দিন আগে
জেম অফ আ পোয়েম
পৃথা 32 সপ্তাহ 5 দিন আগে
পদ্যওলার ঝুলিতে আরো কি কি কবিতা আছে?
পড়ার ইচ্ছা থাকল
নতুন মন্তব্য পাঠান