সঙ্গীতা ২৬ জুলাই

অসম্পূর্ণ
যে প্রেম হয়নি তার তরে আজ
ঐশী মেঘেরা ভেসে যায় নামহীন দেশে
পোষাকের সঞ্চয়ে যে দেহটুকু থাকে
অপ্রতুল ভালোবাসা তার বুকে ... তারও পরে
আরো কিছু থাকে, বলা হয়নি বুঝিয়ে কখনো
প্রেম নয়, বন্ধুতা নয়,
মিলনের সুখদ উচ্ছন্নতা আহা তাও নয়
আরো কিছু, আরো কিছু থাকে ...
কি নামে তাকে ডাকা যায়?
ঐশী মেঘেরা আলোর কিরণে ডোবে ভাসে
আঁধারের কণা আস্বাদ করে নিয়ে
বাষ্পভরা দেহে ... যে বৃষ্টি নামে না কখনো
তাকে বুকে নিয়ে মেঘেরা ভেসে যায় ... দূর থেকে
আরো দূরে, ঠিকানা খুঁজো না তার ...
জেনো, তাকে শুধু নামহীন নামে ডাকা যায়
সুজাতা 33 সপ্তাহ 3 দিন আগে
অসম্পূর্ণ হলেও বড় মনকেমনের
ASIT KUMAR ROY 33 সপ্তাহ 14 ঘন্টা আগে
সুন্দর ভাবনার ফসল।
নতুন মন্তব্য পাঠান