এখানে আলোরা

hiya's picture
hiya শুক্র, ২০২৪-০৭-২৬ ১৭:৫৫

এখানে আলোরা কথা হয়, হাঁটে‍ ‍-চলে,
অদ্ভুত ভঙ্গিতে হেসে ওঠে, কথা বলে
আলো হয়, সুর হয় কখন বিস্তারে
উঠে আসে বুকের ভিতরে,
হয়ে ওঠে ছন্দবদ্ধ আলোর মোহানা
নিজে নিজে হয়ে ওঠে অবাক আল্পনা
ছায়ার মতন আলোর শিশুরা এসে হাত ধরে টানে
মাতিয়ে তাতিয়ে যায় কি অশেষ স্নেহভরে, প্রেমভরে, আদরে ভরায়,
কানায় কানায়, দোলা দিয়ে কিছু জানা অনেক অজানায়
জীবন কখন এসে দাঁড়ায় যে একা, একমনে
হয়তো জবাব চায়, হয়তো চায়না
চুপি চুপি এক বোকা স্তম্ভিত চেতন দাঁড়ায় দুয়ারে
হাতে নিয়ে নিঃসঙ্গ আয়না !

অনেক কথার মতো আলো, আলোর ছায়া,
আলো দিয়ে ঢাকা অন্ধকার
ঘিরে রাখে কল্পলতা, ঘিরে থাকে মায়া, রূপকথা,
দুঃখের সোনায় মোড়া সুখের মিনার
এই সুখ চেয়ে, নির্নিমেষ চেয়ে
চাইতে চাইতে বুঝি চড়ে যাই শুধু পাকদণ্ডী বেয়ে
কতযুগ - কত কত যুগ ধরে হেঁটে চলি, তৃষার্ত সুখভিক্ষু বিবক্ষু শ্রমণ
অবিরাম অবিশ্রাম - এক - একা - একান্ত আমির মতন
কেউ - একেবারে অতিশয়, অতিশয় একা -
পায়ে পায়ে তৈরী হয় শব্দের অদ্ভুত নিঃশব্দ নিজস্ব বিস্তীর্ন আসর
-গভীর গোপন কোনো না ফেরার মগ্ন উপত্যকা !

সরে যায়, উড়ে যায় ক্ষণগুলো, এক থেকে অন্য একে চাওয়া
সময়ের মতো ফেরানো যাবেনা এক হাওয়া
কানে কানে বলে - তোমাতে আমাতে এই শেষ পরিচয়, বলে
মুহূর্তে ফুরোবে - যেমন ফুরোয় পল প্রতিপলে,
অজস্র জীবনের মতো বৃক্ষগুলো, তবু নিরন্তর
পায়ের চলার শব্দে জেগে ওঠে উর্বর,
আরো এক গভীর, সে বড় গভীর বাসনার মগ্ন চরাচর,
মায়াগুলো জেগে ওঠে - নিরর্থক অসীম চাওয়ার অজস্র সবুজ ঋণ
কথা বলে, হেঁটে চলে, ইচ্ছে হয়ে জেগে ওঠে বাঁচে প্রতিদিন
শব্দ থেকে শব্দে ছুটে যায় লক্ষ প্রজাপতি, আলোর প্রত্যাশা
আলোর পাকদণ্ডী বেয়ে উঠে আসে প্রেম, শিল্প, ভালোবাসা,
উঠে আসে মগ্ন আশ্লেষে, সৃষ্টির অমোঘ সেই মৃত্যুহীন আশা
উঠে আসে আমার সৃষ্টির শব্দগুলো সুর হয়ে বেজে ওঠে - আমি, তুমি সে ও তাহারা -
নতুন উৎসব ডাকে দুঃখের প্যাকেট ভরে উপহার দিয়ে যায় তারা
পলহীন বিশাল এক একান্ত জীবন, অশোধ্য দেনা, অসাধ্য, এক অবিশ্বাস্য ঋণ
প্রতি পলে পাল্টে যাওয়া বিপ্রতীপ - অন্ধকার আলো হয়ে আলোয় বিলীন
এক আলোর কাঁচ, - আলোভুক জীবনের চক্রবৃদ্ধি দেনা -
একবার মুখোমুখি দাঁড়াবার এক ও একটি মাত্র স্তম্ভিত আয়না

কি জানি কোথায় ছিল আলো আঁধারের কাছে কেনা
পারদের মধ্যে কেউ বলে ওঠে আমি -সেতো চেনা !

(কবিতাটির জন্য আমি শাহনুরের কাছে অশেষ ঋণী, অন্য একটি কবিতার দারুন সুন্দর মন্তব্যে আমি প্রভাবিত হই ও এটি সেই সুন্দর অনুপ্রেরণার ফসল - মানে যেটুকু আমার সাধ্যে কুলিয়েছে আর কি !)

__________________

কিছু না

শাহনূর's picture
"পারদের মধ্যে কেউ বলে ওঠে আমি -সেতো চেনা !"

শাহনূর 29 সপ্তাহ 18 ঘন্টা আগে

"কি জানি কোথায় ছিল আলো আঁধারের কাছে কেনা
পারদের মধ্যে কেউ বলে ওঠে আমি -সেতো চেনা !" !!!!!!!

যতটুকু বা এটুকু বা যেটুকু বা ততোটুকু নয়, এটা একাটা অসীম আলো আরাধনা। আমি আপ্লুত। দুঃখ শুধু আমাকে এখনি ডেস্কটপটা শাট ডাউন করে ল্যাপটপ'টা ব্যাগে ভরে মেয়ের বাসায় যাবার জন্য রেডি হতে হবে। মেয়ে বললো, "ড্যাডি, আমাদের এক্সপ্রেস ওয়েটাতে অনেক ভিড়, কন্সট্রাকশান হচ্ছে, ড্রাইভ সেফলি, এ্যান্ড ট্রাই টু এ্যাভয়েড অফিস আওয়ার, ডোঞ্চ ইউ ট্রাই টু রিড পোয়েমস অন ইয়োর সেলফোন অন দি ওয়ে"!

আমিতো আলো আঁধারের ভেতরে ডুবে গেলাম এই বিস্ময়কর লেখনীটা পড়তে পড়তে। অনেক বড় মন্তব্য লেখার ইচ্ছা ছিলো, সেটা এখন হবেনা। আবার কবে হবে জানিনা। আমি সেলফোনে বাংলা লিখতে পারিনা, আর পুরোনো ল্যাপটপটা বিমানের ধাক্কায় বেঁচে থাকবে কিনা জানিনা।

শাহনূর's picture
সময়ের মতো ফেরানো

শাহনূর 29 সপ্তাহ 18 ঘন্টা আগে


সময়ের মতো ফেরানো যাবেনা এক হাওয়া
কানে কানে বলে - তোমাতে আমাতে এই শেষ পরিচয়, বলে
মুহূর্তে ফুরোবে - যেমন ফুরোয় পল প্রতিপলে,
অজস্র জীবনের মতো বৃক্ষগুলো, তবু নিরন্তর
পায়ের চলার শব্দে জেগে ওঠে উর্বর,
আরো এক গভীর, সে বড় গভীর বাসনার মগ্ন চরাচর,
মায়াগুলো জেগে ওঠে -

মথিত এবং তন্ময় করে দিলেন। সময় পেলে অন্য ছত্রগুলো নিয়েও কিছু লিখবো। দারুণ লেখা এটা!

শাহনূর's picture
"দুঃখের সোনায় মোড়া সুখের মিনার"

শাহনূর 29 সপ্তাহ 18 ঘন্টা আগে

"
অনেক কথার মতো আলো, আলোর ছায়া,
আলো দিয়ে ঢাকা অন্ধকার
ঘিরে রাখে কল্পলতা, ঘিরে থাকে মায়া, রূপকথা,
দুঃখের সোনায় মোড়া সুখের মিনার
এই সুখ চেয়ে, নির্নিমেষ চেয়ে
চাইতে চাইতে বুঝি চড়ে যাই শুধু পাকদণ্ডী বেয়ে
কতযুগ - কত কত যুগ ধরে হেঁটে চলি, -

আমার কাছে প্রতিটা স্তবক অতুলনীয় লাগলো। মাই হ্যাটস অফ টু ইউ! "দুঃখের সোনায় মোড়া সুখের মিনার" ... আরো এমন অনেক ছত্র এবং স্তবক আছে যেগুলো নিয়ে কিছু লেখার সময় নেই আমার এখন। পরে আসছি, ইনশাল্লাহ ...

সুজাতা's picture
সংক্ষেপে বলি - অপূর্ব সুন্দর

সুজাতা 29 সপ্তাহ 5 ঘন্টা আগে

সংক্ষেপে বলি - অপূর্ব সুন্দর

hiya's picture
@ শাহনূর

hiya 29 সপ্তাহ 1 ঘন্টা আগে

কবিতাটি কেন জানিনা আমার নিজের কাছেই এক অন্যরকম অনুভবের স্তর অতিক্রম করে এসেছে - অনেকটা যেন ফিরে দেখা, বেঁচে থাকার বিশ্বাসকে নতুন করে সংজ্ঞায়িত করা !

শাহনুর, এ আপনারও কবিতা, আপনাকে অজস্র ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা !

hiya's picture
@সুজাতা

hiya 29 সপ্তাহ 1 ঘন্টা আগে

সুজাতা, পাঠ ও মন্তব্যের জন্য আমার অনেক আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল !

এনা's picture
দারুণ

এনা 28 সপ্তাহ 6 দিন আগে

দারুণ

অনিমেষ's picture
অসামান্য লাগল কবিতার ব্যপ্তি

অনিমেষ 28 সপ্তাহ 6 দিন আগে

অসামান্য লাগল কবিতার ব্যপ্তি আর অদ্ভুত সুন্দরতা
কবিতাটিকে প্রাণভরা সেলুট জানাই, আরো চাই

শুভস্মিতা 's picture
অভিভূত হলাম কবিতাটিতে,

শুভস্মিতা 28 সপ্তাহ 6 দিন আগে

অভিভূত হলাম কবিতাটিতে, অসাধারন ভাবনা, অনবদ্য প্রকাশ। প্রানভরে নিশ্বাস নেওয়ার মত পাঠ, এক পরিপূর্ণ পথ পরিক্রমা মনে হল।

Hiya Raja's picture
@ অনিমেষ, শুভস্মিতা, আর সবাই : অনেক ধন্যবাদ !

Hiya Raja 28 সপ্তাহ 5 দিন আগে

@ অনিমেষ, শুভস্মিতা, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline