ভালো সন্তানের মা’কে লেখা চিঠি

। ‘ভালো’ সন্তানের মা’কে লেখা চিঠি।
মা, বাবাকে বলে দাও কোচিংটা আমি নেবো না।
মাঝরাত পেরিয়েও তোমরা দুজনে করো যে আলোচনা,
আমি তা শুনেছি।
তারপর ভোর তক প্রহর গুনেছি,
তোমাকে বলবো বলে,
বাবাকে জানাও মা,
আমি বুঝে গেছি কি বিপদে পড়ে যাবো ওপথে এগোলে।
এইবারে ক্লাস এইট,
নম্বর আট থেকে নয়ের ঘরেই ঘোরে,
প্রতিবার ভালোভাবে যাই পাশ করে,
জানি তোমরা চাও আরো পড়াশোনা করে যেন ফার্স্ট হই,
মা আমার একবারই অংকতে নিরানব্বই,
সৌনক ঐশানী কুলদীপ আনোয়ার
সায়েন্সে ওরকম পায় প্রতিবার,
মা আমি যতই পড়ি, ভালো হয়ে রয়ে যাবো,
তোমরা যেমন ভাবো,
সেরকম ‘খুব ভালো কখনো হবো না,
বাবাকে জানাও তুমি,
নিট জেইইর কোনো কোচিং নেবো না।
মা তুমি ব্যাপারটা বোঝো।
লিস্টিতে নাম তোলা কোচিংয়ে পড়লে হবে হয়তো সহজও,
কিন্তু ‘খুব ভালো’ যারা,
তারাই সুযোগ পাবে ‘খুব ভালো’ কলেজগুলোতে,
আমাদের মতো ভালো কেবল প্রাইভেটে পারবে ভর্তি হতে,
আমি জানি তোমাদের সঞ্চয় ভেঙে
ঠিক আমায় পড়াবে,
ক্রমশ বছর চার সময় গড়াবে,
পকেটকে ফাঁকা করে সার্টিফিকেট ঠিকই পাবো একদিন,
তারপর কী হবে মা?
চাকরি পাওয়ার আশা শূন্যে বিলীন,
যে কটা আছে তারা ‘ খুব ভালো ‘ চায়,
ভালোর চাহিদা নেই কোনো জায়গায়।
দেবজিৎদা’কে মা আশা করি চেনো?
ইঞ্জিনিয়ার হয়ে চাকরি সে পায়নি এখনো,
সেও ভালো ছেলে ছিলো, আমারই তো স্কুল,
দিয়েই চলেছে আজও কোচিং-মাশুল,
যে চাকরি পাচ্ছে সে ,
তাতে ওর বি.ই কোনো কাজে আসে না,
মা আমি দেখেছি জানো,
এখন দেবুদা আর একটু হাসে না।
ডাক্তারি পাশ করে জয়িতাদিদিও
আজ আর এম ও ই শুধু,
চাকরি-বাকরি নেই.
পিজি পাওয়ার আশা দিশাহীন ধু ধু
পেলেও প্রাইভেটে আরো একবার কোটি
ঘটি বাটি বেচলেও পারবে না ওর বাবা মা,
হয়তো এখন ওরা মনে মনে বলে তুই একটু মা কামা,
রোজগার কিছু কর স্থায়ী..
জয়িতাদিটা ভালো কিন্তু ‘খুব ভালো’ নয় ,
সেটা না বোঝার জন্য কে বলো দায়ী?
মা , তুমি বাবাকে জানাও, সন্তান কোচিং নেবে না।
আমি শুধু ভালো গো মা,
‘ খুব’ নই, তাই কেউ পাত্তা দেবে না।
মোটামুটি পাশ করে
খুঁজে নেবো রোজগার করবার কাজ,
প্লাম্বার ইলেক্ট্রিশিয়ান মেকানিক..
তুমি জানো এদের কি ডিম্যান্ড মা আজ!
জানি তাতে প্রেস্টিজ নেই, তোমাদের মাথা হবে হেঁট,
কিন্তু সে কাজ করে রোজ ভরা থাকবে যে পেট,
কে বলতে পারে,
হয়তো সেসব কাজে ‘ খুব ভালো’ হয়ে যেতে পারি,
তোমাদের ভাবনা ঘুচিয়ে,
হয়তো বা নাম হবে খুব তাড়াতাড়ি।
বাবাকে বলে দিও মা,
কুমীর না আসে যেন সাঁতরিয়ে বাড়ি,
যারা শুধু ভালো, কোচিং তাদের জন্য নিজে খোঁড়া খাঁড়ি।
আমাকে অন্য পথে দিতে দাও পাড়ি।
আর্যতীর্থ
- আর্যতীর্থ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

তপতী 46 সপ্তাহ 2 দিন আগে
সঠিক বলেছেন আর্যতীর্থদা, অনেক ভালোলাগা জানালাম
অনি 46 সপ্তাহ 2 দিন আগে
বাস্তবটা তুলে ধরেছেন, পড়তে ভাল লাগল
ASIT KUMAR ROY 46 সপ্তাহ 2 দিন আগে
সুন্দর বাস্তব পরিবেশনা।
নতুন মন্তব্য পাঠান