অদ্ভুত এ বিষাদে

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা শনি, ২০২৪-০৬-০৮ ১৫:২৯

অদ্ভুত এ বিষাদে

মুখোমুখি বসে আর আড্ডা হয় না বহুদিন !
নিস্তরঙ্গ নদীর মতো স্থির দাঁড়িয়ে
শতচ্ছিন্ন মনগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি !
অপার ঔদাস্যে ডুবতে ডুবতে ভাবি ,
শোভন লতাপাতার মতো
জীবনে জড়িয়ে থাকা ঠকে যাওয়ার গল্প শেষে
কতটুকু আর রয়েছি বাকি !
ছিঁড়ে যাওয়া স্বপ্নের কাঁথার আড়ালে
কিসের চিহ্ন রয়ে গেল বুকে !

মুখোমুখি বসে আলাপ জমাই না বহুদিন !
হাড়ে হাড়ে বয়ে যাওয়া বিষাদ ছুঁয়ে দেখি
আস্থার শান্ত ছায়ায় অতর্কিতে ঢুকে গেছে
হানাদার সাপের দল !
প্রহরে প্রহরে ঝরে গেছে কুঁড়ি !
শূন্যে শূন্য মিশে সেজে উঠেছে আগুনের উৎসব !
ব্যাপক ধ্বংসের ভেতর থেকে উঠে আসে
অতিকায় লাল এক লকলকে জীভ !
ঝড়ে উপদ্রুত পাখির মতো মানুষেরা
এবার কি তবে বিলি করবে
হেরে যাওয়ার ইস্তেহার !

হেইগং .. মণিপুর .. 08/06/2024

তপতী's picture
মন ছুঁয়ে থাকা, আরো লিখে চলুন

তপতী 35 সপ্তাহ 6 দিন আগে

মন ছুঁয়ে থাকা, আরো লিখে চলুন

অনি's picture
‘জীবনে জড়িয়ে থাকা ঠকে যাওয়ার

অনি 35 সপ্তাহ 6 দিন আগে

‘জীবনে জড়িয়ে থাকা ঠকে যাওয়ার গল্প শেষে
কতটুকু আর রয়েছি বাকি !
ছিঁড়ে যাওয়া স্বপ্নের কাঁথার আড়ালে
কিসের চিহ্ন রয়ে গেল বুকে !’

ভাবলে মন ভারাক্রান্ত হয় বৈকি!

আকাশ নেরুদা's picture
@ তপতী , অনি আপনাদের আন্তরিক

আকাশ নেরুদা 35 সপ্তাহ 3 দিন আগে

@ তপতী , অনি

আপনাদের আন্তরিক মতামতে উৎসাহিত হলাম । শ্রদ্ধা জানবেন ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline