জ্যৈষ্ঠের ভাঙ্গা রাস্তা

ক্রমিক
রাস্তা কাঁপিয়ে একটি দীর্ঘশ্বাস গেল, কালো ধোঁয়া !
পেছনে হাম দো হামারা - ভাঙ্গা, বেশ বড় ফাঁক !
বমিতে রাস্তায় একটি শীর্ণ নেংটি ।
ডাউন রোড অফিস ফেরতা নেংটিটি একবার আকাশ দেখলো, একবার পকেট !
তোমাকে, গরিবের ঈশ্বর -!
রিকশা না বাদাম ভাজা, পা চালিয়ে দু পা হাঁটলে -
খোকার রোগাটে মুখে চওড়া হাসি,
কেননা মটমট পোস্টারে, তুফানি হিরোটি - বানচো-
মানে বাঞ্চ অফ জয়,
একশ কোটির হাসছে
দশটাকায় ঠান্ডা তুফানি দিগ্বিজয়।
বাতাস গুমটির টিনে ধমকি বাড়ালো!
তাড়াতাড়ি পা চালাও হে ছোটরানীর বড় কেরানি -
নতুন টালির চাল, অল্প বাতাসেই ভারি মর মর করে।
সুধীর মিশ্র 36 সপ্তাহ 2 দিন আগে
‘ছোটরানীর বড় কেরানি’
এটা দারুণ বলেছেন
সবমিলিয়ে একটি দারুণ পাঠ, আরো চাই কবি
শাহনূর 36 সপ্তাহ 2 দিন আগে
ভাষার মোচড়ে মুগ্ধ করে দিলেন। সত্যি দারুণ পাঠ!
রবীন 36 সপ্তাহ 1 দিন আগে
Lovely!
রবীন 36 সপ্তাহ 1 দিন আগে
‘রাস্তা কাঁপিয়ে একটি দীর্ঘশ্বাস গেল, কালো ধোঁয়া !
পেছনে হাম দো হামারা - ভাঙ্গা, বেশ বড় ফাঁক !
বমিতে রাস্তায় একটি শীর্ণ নেংটি ।
ডাউন রোড অফিস ফেরতা নেংটিটি একবার আকাশ দেখলো, একবার পকেট !
তোমাকে, গরিবের ঈশ্বর -!’
Touching and so well-written!
নতুন মন্তব্য পাঠান