তোকে আবারও !
hiya রবি, ২০২৪-০৬-০২ ১৮:৪২
কাঁটায় থেকোনা, কাঁটায় কাঁটায় বুঝে নিও
দুঃখের মেঘেতে যত ফলানো ফসল,
হিরণ্য-সুবর্ণগর্ভা আদরিনী অমৃতা আমার,
তুমিই আকাশ হবে, মেঘ হবে, হবে ধরাতল,
আমার দুচোখ বেয়ে - তারাদলে - মগ্ন মহাকাশ
প্রতিরাতে বলে যায় - ভালোবাসা অপূর্ব বিশ্বাস -
হিয়া তো রেখেছি পেতে - দু দন্ড জিরোতে পা রাখো -
হিরণ্য-সুবর্ণগর্ভা আদরিনী কবিতা আমার, যত্নে থেকো !
মেহনে, উৎসে মিশে মোহনায় আনন্দী আকাশ
তড়িদ্দ্বীপালি কাম, কাম নয়, কামনার অদ্ভুত বিলাস -
গূঢ় শব্দ কমে এলে, নুপুর বাতাসে ফেলে -
চুপচাপ অপলক জলছাপ রেখো -
আনন্দী সুবর্ণগর্ভা আদরিনী কবিতা আমার,
যেখানেই থাকো - ভালো থেকো !
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 318
অনি 26 সপ্তাহ 3 দিন আগে
সুপ্রিম! অনেক, অনেক মুগ্ধতা দিয়ে গেলেন কবিবর!
রেবতী 26 সপ্তাহ 3 দিন আগে
উন্মাতাল করা অনুভূতির বন্যা, "তোকে আবারও !" আবারও পড়ব
দীপন চক্রবর্তী 26 সপ্তাহ 3 দিন আগে
কবিতার প্রতি ভালোবাসা বেঁচে থাক, হিয়া।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
hiya 26 সপ্তাহ 2 দিন আগে
অনেক অনেক সমাদর ও ধন্যবাদ !
hiya 26 সপ্তাহ 2 দিন আগে
আন্তরিক ধন্যবাদ আপনাকে রেবতী।
hiya 26 সপ্তাহ 2 দিন আগে
আন্তরিক ধন্যবাদ দীপন, খুব সুন্দর কবিতা আসছে আপনার কলমে, মঞ্চে। অনেক অভিনন্দন।
ঝর্না 26 সপ্তাহ 2 দিন আগে
সুপার্ব টু দ্য পাওয়ার অফ ইনফিনিটি
পড়তে দারুন ভালো লাগলো, হিয়া।
কিছু শব্দ এত সুন্দর এই প্রথম পড়লাম।
hiya 26 সপ্তাহ 2 দিন আগে
অনেক অনেক ধন্যবাদ ঝর্ণা !
হ্যাঁ, আমাদের ভাষা এতো সমৃদ্ধ - ল্যাটিন, স্লোভেনিক, সংস্কৃত, উর্দূ, ইংলিশ, ফ্রেঞ্চ রাশিয়ান, বাংলা অনায়াসে হাসতে হাসতে শুধু এদের সাথে পাল্লা দেয় তাই না, সমৃদ্ধিতে এদের থেকে বহু এগিয়ে !
বাংলায় এতো সুন্দর সুন্দর শব্দ আছে - যেমন "তড়িদ্দ্বিপালী" কথাটা তড়িৎ আর দিপালী (দীপাবলি) মিলে হয়েছে !
ভাবার্থ আক্ষরিক অর্থকে পেছনে ফেলে এক অপূর্ব সুন্দর ছবি আঁকে - আকাশজোড়া স্থির সৌদামিনী বা বিদ্যুৎ দিয়ে কেউ যেন অপরূপ আল্পনা এঁকেছে - নিবিড় ঘন অন্ধকারে বিদ্যুৎ আলো দিয়ে দীপাবলির মতো সাজানো হয়েছে আজ উৎসবের আকাশ -- কি অসামান্য ও অপরূপ -- একটি মাত্র শব্দের সংবাদ ক্ষমতা !
অনেক শুভেচ্ছা, ভাল থাকুন !
ঝর্না 26 সপ্তাহ 2 দিন আগে
একদম। ঐ শব্দটা সত্যিই অন্যরকম। ভীষণ ভালো ব্যবহার। এই রকম একটা ছবিই ঠিক ভাবছিলাম তখন।
এত সুন্দর লিখেছেন যে কবিতাকে ভালোবাসতেই হবে।
আর ভাষা তো সমৃদ্ধ অবশ্যই। গর্ব এমন ভাষার সান্নিধ্যে থাকতে পেরে।
থ্যাংকস টু এমএম ও আপনার মত আরও অনেকে যারা লেখেন।
খুব ভালো থাকুন আপনিও।
ঝর্না 26 সপ্তাহ 2 দিন আগে
"অপলক জলছাপ"
বহত পেয়ার সে লিখা আপনে
"আদরীনি কবিতা আমার,
যেখানেই থাকো, ভালো থেক"
চুপ করে বসে থাকা এমন কবিতায়।
নতুন মন্তব্য পাঠান