মহীন তোমার কয়টি ঘোড়া !
মহীন তোমার কয়টি ঘোড়া এখন ?
কয়টি ঘোড়া সত্যি ঘোড়ার মতন !
মহীন, তোমার কয়টি ঘোড়া – ঘোড়া ?
কয়টি ঘোড়া জ্যান্ত, এবং কয়টি বেবাক মরা !
মহীন তোমার কয়টি ঘোড়া নাচে ?
কয়টি ঘোড়া দুঃখে ব'সে হৃদয়পুরের ভাঙা বেড়ার কাছে !
মহীন তোমার কয়টি ঘোড়া সুখী ?
(ঘোড়াগুলি জেনেছে কি, সুখ তো কেবল চালাকি বুজরুকি) !
মহীন তোমার ঘোড়ার মনে ব্যাথা !
মহীন তোমার কয়টি ঘোড়া বাড়িয়ে গলা, কয় কোন হয়-কথা !
মহীন তোমার কয়টি ঘোড়া ছোটে ?
কয়টি বসে জাবর কাটে, কয়টি চেঁচায় বেদম ব্যাথার চোটে !
কয়টি যে সয় নীরব নত দুঃখে,
বিষম ব্যাথার চাবুক হাসি মুখে –
মহীন তোমার কয়টি ঘোড়া ভীষণ একলা হলে,
মুখ লুকিয়ে কাঁদে আস্তাবলে !
মহীন একি ! ঘোড়া যে সব, কখন মরে কাঠ !
কেমন করে, কে খেল এই অবাধ চারণ - সুখের রাজ্যপাট !
ওহো ! মহীন তোমার ঘোড়াগুলি —
এখন যে সব অচল, সব নকল !
মহীন তোমার ঘোড়াগুলি কাঠের !
কেমন করে ভাঙবো আমি ভয়ের কেল্লা –
কেমন করে পার হবো এই মারের সাগর, তেপান্তরের মাঠে ?
কৃতজ্ঞতা স্বীকার: আমাদের জন্মেরও বহু আগে, সত্তরের দশকের সেই হৃদয়ে ঝড় তোলা "মহীনের ঘোড়াগুলি" র অমর স্রষ্টাদের।
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 302
শ্রীহরি গলগ্রহ 29 সপ্তাহ 1 দিন আগে
অসাধারণ! এ কবিতা গান হয়ে উঠুক।
Abeduzzaman cho... 29 সপ্তাহ 21 ঘন্টা আগে
খুব সুন্দর
এনা 29 সপ্তাহ 20 ঘন্টা আগে
দারুণ
অনি 29 সপ্তাহ 19 ঘন্টা আগে
সাবাশ কবি
ঝর্না 29 সপ্তাহ 4 ঘন্টা আগে
দারুন...
হোক গান, হোক...
আর্বানমিশুকে 28 সপ্তাহ 6 দিন আগে
ব্রাদার !
dementia 28 সপ্তাহ 6 দিন আগে
"কয়টি ঘোড়া দুঃখে বসে হৃদয়পুরের ভাঙা বেড়ার কাছে !"
dementia 28 সপ্তাহ 6 দিন আগে
"ঘোড়াগুলি জেনেছে কি, সুখ তো কেবল চালাকি বুজরুকি|"
dementia 28 সপ্তাহ 6 দিন আগে
"মহীন তোমার কয়টি ঘোড়া ভীষণ একলা হলে,
মুখ লুকিয়ে কাঁদে আস্তাবলে !"
রেবতী 28 সপ্তাহ 6 দিন আগে
সাধু! দারুণ লাগল
দীপন চক্রবর্তী 28 সপ্তাহ 5 দিন আগে
এ এক আশ্চর্য ঘোড়ার দল
মহীনের
এ ঘোড়ারা হয়তো স্থবির এখন
কিন্তু দেখো ওরা ছুটবে... এরকম কবিতাবয়ানে ওরা ফের তুমুল ছুটবে।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
নতুন মন্তব্য পাঠান