এই পাতাটি পড়তে বা মন্তব্য করতে অনুগ্রহ করে লগ-ইন করুন, যদি লগইন করা অবস্থায়ও না পড়া যায় উপরে ডানদিকে দপ্তর লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক ক’রে ‘ইবারোয়ারি লেখক থিম’ সিলেক্টেড বা নির্বাচিত করে নিতে হবে
















তিতাস একটি নদীর নাম

দীপন চক্রবর্তী's picture
দীপন চক্রবর্তী সোম, ২০২৪-০৫-১৩ ১৭:০০

আমিও তার দিকে চেয়ে রই -
প্রমিত বিদ্যারা উজ্জ্বল,
জানি না এ কেমন দাহজ্বর
উত্তুরে হাওয়া চোখ ছলছল।

ঝমঝমে আজানের মিহিভোর
লেপের গন্ধে ঘুম জমে যায়,
হাসির মতো কিছু মুছে নেই
তিতাস স্নানের নদী ডাকে আয়।

সে এক নদীর নাম জেলেদের
আরো সে নদী, যার ক্ষুধা নেই;
আর সে জলধারা মাঝিদের
যেন বা সজল চোখ হাসিতেই।

সুচারু হেসে যাবে নাইটকুইন
লীন হয়ে আসে গোধূলি -
আঁজলা ভরে তোলে এ আঁধার
বিদায়ী গান তোল, - না তুলি?

উত্তল ঢেউ কেন তিতাসে!
মায়াব্যথা ভরে ওঠে করপুট,
মায়ের মমতা শাদা বাছুরে -
সে মায়া করেছে আজ সব লুট।

প্রজায়িনী মা তোর নদী যে
নদীরে বলি না তুমি কার মন,
এই নদী সব চোখে ভাস্বর
অদ্বৈত মল্লবর্মন।

__________________

প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে

বনলতা's picture
ছন্দ আর ভাব দুইই খুব আপ্লুত

বনলতা 1 বছর 25 সপ্তাহ আগে

ছন্দ আর ভাব দুইই খুব আপ্লুত করে গেল দীপনদা

দীপন চক্রবর্তী's picture
বনলতা, আমিই অ্যাডমিনকে

দীপন চক্রবর্তী 1 বছর 25 সপ্তাহ আগে

বনলতা,

আমিই অ্যাডমিনকে বলেছিলাম যে, ওসমস্ত উদ্ভট কমেন্ট যেন আর না আসে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, এর এক উল্টো দিকও আছে। এখন লগ ইন করা ছাড়া কবিতা পোস্ট করা যাচ্ছে না, বোধ করি কমেন্টও করা যাচ্ছে না।

তাই কমেন্ট, কবিতা দুইই বেশ কমে গেছে।

এর একটি যথযথ প্রতিকার প্রয়োজন।
আমি অ্যাডমিনকে তা-ই বলবো।

অনেক ধন্যবাদ জানবেন কবিতাটি পাঠের জন্য।

রেবতী's picture
এই কবিতাটি চমৎকার লাগল পড়তে,

রেবতী 1 বছর 25 সপ্তাহ আগে

এই কবিতাটি চমৎকার লাগল পড়তে, আরো এরকম আসুক

লগিন ছাড়া কবিতা ও মন্তব্য দুইই পোস্ট করা যাচ্ছে দেখছি, আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় কমেন্টসংখ্যা, লাইক ইত্যাদির আবাস অন্যত্র

সৈয়দ মুনসিফ আলী's picture
নিয়মিত পড়ি দীপনভাই, নানা

সৈয়দ মুনসিফ আলী 1 বছর 25 সপ্তাহ আগে

নিয়মিত পড়ি দীপনভাই, নানা কারণে আরো অনেকের মতোই সবসময় মন্তব্য করা হয়ে ওঠেনা

আপনার কবিতাটি খুবই ভাল লাগল

আরো বলি যে দীপনভাই, ঘরে তালাও দেওয়া হবেনা আবার চোরও আসবেনা, তা হয়না, লগইন না করেই রক্তিমভাই বা আরো কেউ কেউ মন্তব্য ও কবিতা সবই পোস্ট করে যাচ্ছেন, শুধুমাত্র বোধহয় আপনার পাতাটিতে মন্তব্য করতে অনেকসময় লগইন প্রয়োজন হচ্ছে, লগইন ছাড়া কোনো সাইটই উদ্ভট কমেন্ট আটকাতে পারেনা অবশ্য স্প্যাম অ্যাকাউন্টগুলি লগিন করেও তা করতে পারে Sad

দীপন চক্রবর্তী's picture
রেবতী, ধন্যবাদ পাঠ এবং

দীপন চক্রবর্তী 1 বছর 25 সপ্তাহ আগে

রেবতী,

ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।

"লগিন ছাড়া কবিতা ও মন্তব্য দুইই পোস্ট করা যাচ্ছে দেখছি, আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় কমেন্টসংখ্যা, লাইক ইত্যাদির আবাস অন্যত্র"

সুসংবাদটি দেয়ার জন্য আরো একটি ধন্যবাদ আপনার প্রাপ্য।

আমরা যারা লিখি তাদের জন্য কমেন্টসংখ্যা, ঠিক সংখ্যা নয়, কবিতার যথাযথ পাঠ-প্রতিক্রিয়া ভীষণ ভাবে প্রয়োজন। যারা আমরা লিখি, প্রত্যেকে একই কথা বলবে।

বলবে না?

দীপন চক্রবর্তী's picture
সৈয়দ মুনসিফ আলী, ধন্যবাদ

দীপন চক্রবর্তী 1 বছর 25 সপ্তাহ আগে

সৈয়দ মুনসিফ আলী,

ধন্যবাদ পাঠের জন্য।

"শুধুমাত্র বোধহয় আপনার পাতাটিতে মন্তব্য করতে অনেকসময় লগইন প্রয়োজন হচ্ছে"

আমার পাতায় তাহলে এই অপশন তুলে দেয়া হোক। আমি তাই বলবো সাইট অ্যাডমিনকে। পাঠ প্রতিক্রিয়া ছাড়া আমার লেখায় দম আসে না। আমি নির্লিপ্ত নই। এ দোষ আমার।

"লগইন ছাড়া কোনো সাইটই উদ্ভট কমেন্ট আটকাতে পারেনা অবশ্য স্প্যাম অ্যাকাউন্টগুলি লগিন করেও তা করতে পারে"

স্প্যাম অ্যাকাউন্টগুলো লগইন করবে কীভাবে। কেউ যদি, Xvodosky- নামে লেখে, আর তার কমেন্ট যদি হয়, "Gdioknosky kahatar vosky" - তাহলেই তো সে কট। কট নয়?

সৈয়দ মুনসিফ আলী's picture
দীপনভাই, স্প্যাম অ্যাকাউন্ট

সৈয়দ মুনসিফ আলী 1 বছর 25 সপ্তাহ আগে

দীপনভাই, স্প্যাম অ্যাকাউন্ট স্বাভাবিক নাম নিয়েও লগিন করতে পারে বলেই মনে হয়, কোনো কারণে আমার মনে আছে bet নাম কেউ আপনার কবিতায় "interesting for a very long time" এইরকম মন্তব্য করেছিল, এটি কে কি বলবেন? আর vodosky নামে তো যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন, এতে অসুবিধা কোথায় জানিনা - মঞ্চে মুক্ত মন্তব্যও কেউ করতে পারেন

আমার মনে হয় স্প্যাম কমেন্ট আটকাতে সব প্রচলিত সাইটই যেরকম সামু থেকে আরম্ভ করে মুখবই একমাত্র লগিন করেই কমেন্ট অ্যালাউ করে, মুক্তমঞ্চ ছাড়া আর কোন বহুল প্রচলিত সাইটে লগিন না করে কমেন্ট করা যায়না, লগিন করেও যদি কেউ আপনাকে উদ্ভট কমেন্ট করেন আমার মনে হয় সাইটকে জানান সেটি অপসারিত করার জন্য ও তার জন্য সময় দিন, কিন্তু পাতাটি ‘খোলা’ থাকবে আবার উদ্ভট মন্তব্যও আসবেনা এই ব্যাপারটি আমার সীমিত জ্ঞানে উদ্ভট Sad

সৈয়দ মুনসিফ আলী's picture
‘পাঠ প্রতিক্রিয়া ছাড়া আমার

সৈয়দ মুনসিফ আলী 1 বছর 25 সপ্তাহ আগে

‘পাঠ প্রতিক্রিয়া ছাড়া আমার লেখায় দম আসে না।’

দীপনভাই, এই ব্যাপারে মনে হয় ফেবু বা মুখবই-ই আদর্শ, মুক্তমঞ্চ নয়!

দীপন চক্রবর্তী's picture
মুনসিফ,স্প্যাম স্বাভাবিক নাম

দীপন চক্রবর্তী 1 বছর 25 সপ্তাহ আগে

মুনসিফ,

স্প্যাম স্বাভাবিক নাম দিয়ে অ্যাকাউন্ট খুলুক, সমস্যা তো নেই। তার অ্যাক্টিভিটি যখন বেড়িয়ে পড়বে তখনই তাকে বধ করতে হবে। এই সাইটে যখন লগিন করা ছাড়াও লেখালেখি করা যায় তাই এর অ্যাডমিন সংখ্যা বাড়াতে হবে। নজর রাখতে হবে প্রাত্যহিক কর্মকান্ডে।

যে কেউ যেকোনো নামে লগিন করতে পারে। কিন্তু সেই ব্যক্তির অ্যাক্টিভিটি নজরে রাখতে হবে, ঐ যে বললাম অ্যাডমিন সংখ্যা বাড়াতে হবে। আপনি লগিন ছাড়া কবিতা লিখতে পারবেন, কমেন্ট করতে পারবেন, করুন না। কিন্তু পরিস্কার রাশান ভাষায় শত শত কমেন্ট করে ব্যবসা বানিজ্য, ঘরের কথা - বাইরের কথা চালাবেন আর অ্যাডমিন কিছু বলবে না, তা কীকরে হয়? আমি অভিযোগ করে আমার কবিতা পাতায় এরকম শত শত কমেন্ট ডিলিট করিয়েছি।

"দীপনভাই, এই ব্যাপারে মনে হয় ফেবু বা মুখবই-ই আদর্শ, মুক্তমঞ্চ নয়!"

মুক্তমঞ্চে লিখি প্রায় ১৪ বছর। আমার ফেবু একাউন্ট তখন একেবারেই নতুন। আমি দীর্ঘদিন পর আবার লিখছি। তবে প্রাত্যহিক মুক্তমঞ্চে আমার যাতায়াত ছিলো। মুক্তমঞ্চে এ ধরণের সমস্যা আমার পোস্টে এর আগে দেখিনি। এখন আপনার কথায় হাতে ব্যথা হয়েছে, তাই হাতটাই কি কেটে ফেলতে হবে?

ফেবু আর মুক্তমঞ্চ এক নয় একদমই। আমি ফেবু-তে আমার কবিতা পোস্ট করি কিন্তু সর্বোচ্চ মূল্য দেই মুক্তমঞ্চকে। কারণ আর কী ব্যখ্যা করবো!
এ সাইট কবিতাকে ভালোবাসে - এজন্যেই এখানে লিখি। আর কেন এখানে লিখি, তার বর্ণনা এর আগে বহুবার আমি দিয়েছি।

kalyan's picture
পড়তে চমৎকার লাগল

kalyan 1 বছর 25 সপ্তাহ আগে

পড়তে চমৎকার লাগল

ঝর্না's picture
বাহ্ দারুন লেখা দীপন

ঝর্না 1 বছর 25 সপ্তাহ আগে

বাহ্
দারুন লেখা দীপন

দীপন চক্রবর্তী's picture
Jharna,Tumi opore Ontoto

দীপন চক্রবর্তী 1 বছর 25 সপ্তাহ আগে

Jharna,

Tumi opore Ontoto er
kobitay bolecho 4 line
por por pera dile bhalo
lagbe.

Eki chonder kobita.
Ami eta ekhane kore
dilam.

শাহনূর's picture
সবগুলো স্তবকই অপরূপ!

শাহনূর 1 বছর 25 সপ্তাহ আগে

সবগুলো স্তবকই অপরূপ!

hiya's picture
খুব ভালো লাগলো

hiya 1 বছর 25 সপ্তাহ আগে

দীপন, খুব ভালো লাগলো ছন্দের এই সুন্দর ভাস্কর্য !

.....

কিছু না

ঝর্না's picture
পড়েছি তোমার ওয়ালে

ঝর্না 1 বছর 25 সপ্তাহ আগে

পড়েছি তোমার ওয়ালে দীপন।
ভালো লাগছে আলাদা করে।
কবিতা সেই একই শুধু সাজানোটা।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline