জাদু হে !

একজন কবিতা-কুটুম্ব's picture
হাঁদু ভাই

জাদু হে, এ বড় অদ্ভুত সময় !
এ এক অদ্ভুত সময় -
চরাচর অস্থির - আধখোলা পৃথিবীর
অনেকটা ভয়, বাকী সংশয় -
কবুতর তবু ওড়ে, প্রানপনে প্রাণে ধরে -
ক্লান্ত ডানা, অশান্ত হৃদয় -
থামলে থেমেই যাবে - থেমে যাবে - মনে জেগে রয়,
হেথা নয়, হেথা নয়, জানা নেই কোথা আশ্রয় -
পাগলের ছুটে চলা, সব কিছু পিছে ফেলা
শুধু পিছে নিয়ে মহাভয়
জাদু মনি, মনে গনি - এ এক অদ্ভুত সময় !

অজস্র ক্লান্ত প্রাণ - চোখ বেঁধে আনচান
প্রানপন ওড়ে শুধু, ধাবমান দুরন্ত প্রলয় -
পড়িমরি ঝাঁপ কেন, জাটিঙ্গা ডাকে যেন -
ওড়া শুধু বৃথা কালক্ষয় -
চরাচর অস্থির - সুনিবিড় কি তিমির - পিষে মরা অজানা কি ভয়,
বাঁচা মরা, ধার করা, যাচে মাগে খানিকটা সময় -
দুহাতে ঠেকিয়ে রাখা - ঝুলোঝুলি আকাঙ্খা,
ভেঙে পড়া স্মৃতি স্থিতি লয় -

জাদু হে, জাদু মনি - চোখ বাঁধা স্বর্ণ খনি -
এ বড় অদ্ভুত সময় !

দীপন চক্রবর্তী's picture
জাদুময়!

দীপন চক্রবর্তী 29 সপ্তাহ 4 দিন আগে

জাদুময়!

.....

প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে

বনলতা's picture
অদ্ভুত সময়ের যাতনাগুলি এড়িয়ে

বনলতা 29 সপ্তাহ 3 দিন আগে

অদ্ভুত সময়ের যাতনাগুলি এড়িয়ে যাওয়ার বিকল্প নেই, কবিতার আশ্রয়ে প্রাণের আরাম যতদূর সম্ভব

সৈয়দ মুনসিফ আলী's picture
‘পড়িমরি ঝাঁপ কেন, জাটিঙ্গা

সৈয়দ মুনসিফ আলী 29 সপ্তাহ 2 দিন আগে

‘পড়িমরি ঝাঁপ কেন, জাটিঙ্গা ডাকে যেন’

জাটিঙ্গার উল্লেখ খুব সুপ্রযুক্ত

ঝর্না's picture
খুব ভালো লাগলো।

ঝর্না 29 সপ্তাহ 2 দিন আগে

খুব ভালো লাগলো।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline