অদ্ভুত এ বিষাদে
অদ্ভুত এ বিষাদে
ঠিক যে মুহূর্তে তোমার চুল জুড়ে নেমে আসে রাত্রি তখন , পুড়ে যাওয়া মাটিতে বিষণ্ণ গানের সুরে সুরে তলিয়ে যাই ! কিম্ভুতকিমাকার সময়ের হাত না ধরতে পেরে ক্রমশঃ তলিয়ে যাই ! তলিয়ে যাই নাকি নেমে যাই ! নামতে নামতে চিহ্নহীন হয়ে যাই ! দূরন্ত সময়ের সামনে নেমে যেতে যেতে কী থেকে কী হয়ে উঠি জানি না ! অন্ধকার ঠেলে ঠেলে শুধু নেমে যাই ! নামতে নামতে ঈশান কোণে পিঠ ঠেকে যায় ! নেমে যেতে যেতে ঠিক যে জায়গায় এসে সবকিছু থেমে যায় সেখানে কী থাকে ? আলো নাকি অন্ধকার !
আবার ঠিক যে মুহূর্তে তুমি আলোর মতো নেমে আসো ঠিক সেই সময়ে আমি কিছুতেই কিছু করতে পারি না ! অভিনয় করে সবকিছু ঝেড়ে ভীড়ে মিশতেও পারি না ! ভীড়ের মাঝে একা হয়ে নামতে থাকি ! আলোর গতিতে নেমে যাই ! নেমে যাই নাকি ভেতরে ও বাইরে ক্রমাগতঃ তলিয়ে যাই ! মাস্তুল ভাঙ্গা জাহাজের মতো টলমল করতে করতে দিশাহীন হয়ে পড়ি ! বুক পকেটে রাখা গন্তব্যের ঠিকানা হারিয়ে তখন শুধু তলিয়ে যাওয়া !
একটা সময়ে বুঝতে পারি , অদ্ভুত এ বিষাদে সময় যখন আক্রমণকারী জীবনের স্থাপত্য তখন ভীষণ জটিল !
হেইগং .. মণিপুর .. 12/05/2024
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 125
দীপন চক্রবর্তী 29 সপ্তাহ 4 দিন আগে
বিষাদ ভালো। নচেৎ এ কবিতা আসতো কি?
আচ্ছা, আপনি মণিপুর থাকেন। জায়গাটা কি পাহাড়ী?
পাহাড় আমার বড় প্রিয়।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
আকাশ নেরুদা 29 সপ্তাহ 4 দিন আগে
@ দীপন ,
তা ঠিকই বলেছেন । হ্যাঁ আমি মণিপুরে থাকি !
আকাশ নেরুদা 29 সপ্তাহ 4 দিন আগে
@ দীপন
হ্যাঁ মণিপুর পাহাড়ী এলাকা । পাহাড়ে ঘেরা একটা রাজ্য । ইনফ্যাক্ট এই সময়ে আমি যেখান থেকে আপনার সাথে কথা সারছি সেটাও একটা পাহাড়ের পাদদেশের গ্রাম । পাহাড়ের নাম হেইগং । গ্রামের নাম মন্ত্রীপুখরি ।
বনলতা 29 সপ্তাহ 3 দিন আগে
মণিপুরের পটভূমিকায় আপনার লেখাগুলি খুব বাস্তব, মন ছুঁয়ে যায় সবসময়
ঝর্না 29 সপ্তাহ 2 দিন আগে
খুব ভালো হচ্ছে এ সিরিজ।
শাহনূর 29 সপ্তাহ 2 দিন আগে
"ভীড়ের মাঝে একা হয়ে নামতে থাকি !"
আপনার কবিতায় হেইগং এর গন্ধ পাই।
ইন্দ্রনীল... 29 সপ্তাহ 1 দিন আগে
@ বনলতা , ঝর্ণা , শাহনুর
আপনাদের ভালোলাগা অশেষ প্রাপ্তি । শ্রদ্ধা জানবেন ।
নতুন মন্তব্য পাঠান