হিজলের ডাল

আমি কি অনায়াসে ভালোবেসে পারতাম হতে
পিছল ঘাটের কাছে কোনো এক ঝুলে পড়া হিজলের ডাল ?
যেখানে একটা সকাল একা একা কথা বলে নির্জন পানি
আরো গলে যায় খুব নিরালায় ।
জলের নুপুর ঝিলমিল রোদ নিয়ে অনির্বাণ খেলা
এই বেলা, এমনি হিজল ডাল, আধেক জলের ধারে
মিনে করা রোদ একাকী বেকার হলে
একফুট রুপালী জল থই থই পেয়ে গেলো সোনালি স্লিপারে
হাঁটু তক উঠে এলো মখমল, নিপুণ গোড়ালি,
দশটি তারকা যেন পাঁচ তারা রেটিং পেয়ে এক ফালি
আলোর বিম ছড়িয়ে, ওপরে বাহু বাড়িয়ে, জলে দাঁড়িয়ে
নির্জন দোল দিলে কতো ফুল ঝরে যেতো
চোখে মুখে জামার আড়ালে এক জলধি বেসামাল গীতি
‘জাগালো স্মৃতি’ বারে বারে
লোহিত প্রবাল কণা হোলি খেলা কোমল গান্ধারে !
সেই ডাল থেকে
মাছরাঙা উড়ে যেতো অন্য কোনো বনজ হিজলে
তার পাখার সব বর্ণীল রঙ গুলো ঝেড়ে ফেলে
সুচারু চোখের কাঁচে ঝিল মিল আহা,
সেই প্রাচীন ইশারা………
আমি কি কোনোদিন অনায়াসে ভালোবেসে পারতাম হতে
এমনি এক ঝুলে থাকা ফুলে ভরা আকুল ব্যাকুল
সেই হিজলের ডাল
তাহার দীঘিতে ?
- শাহনূর-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 302

Abeduzzaman cho... 50 সপ্তাহ 3 দিন আগে
"লোহিত প্রবাল কণা হোলি খেলা কোমল গান্ধারে !
সেই ডাল থেকে
মাছরাঙা উড়ে যেতো অন্য কোনো বনজ হিজলে"
সাবলীল কবিতাটি মনে ধরেছে খুব
অনি 50 সপ্তাহ 3 দিন আগে
অপরূপ কাব্যময়তা, পড়তে পেরে ভালো লাগল কবি
la pata 50 সপ্তাহ 3 দিন আগে
darun
দীপন চক্রবর্তী 50 সপ্তাহ 3 দিন আগে
“সেই প্রাচীন ইশারা………“
"Anyone who stops learning is old, whether at twenty or eighty."
Your learning reveals one thing that you're still young.
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
hiya 50 সপ্তাহ 3 দিন আগে
"লোহিত প্রবাল কণা হোলি খেলা কোমল গান্ধারে !
সেই ডাল থেকে
মাছরাঙা উড়ে যেতো অন্য কোনো বনজ হিজলে"
অনেক দিন মনে থাকবে - এই অসাধারণ অনন্য উচ্চতার প্রকাশ,
বাকরুদ্ধ করল কবিতাটি, কলার নবরসের প্রায় সবগুলোই (কয়েকটি ছাড়া, যেগুলো এখানে অপ্রাসঙ্গিক) অপূর্ব বিস্তারে ছত্রে ছত্রে পাঠককে অনন্যসাধারণ অনুভবের মধ্যে আপ্লুত করে, আর কবিতাটি শেষ পর্যন্ত আমাকে কোনো অনিবার্য জীবন দর্শনের অংশীদার করে তোলে, হয়তো প্রত্যেকেই কখনো না কখনো এই জিজ্ঞাসার সামনে স্থবির হয়।
অনেকবার পড়লাম, আর কবিতা পড়ার পর এক অপূর্ব ভাব সম্পৃক্ততায় আমার কলমে কোনো কবিতা এলোনা, কারণ, এর পর কোনো কবিতা হয়না।
আপনার কথাই ঠিক, মুক্তমঞ্চে কি অসাধারণ কবিতা আসছে, অন্ততঃ আমার কাছে এই মুক্তমঞ্চের আকাশ এক বিশাল বিরাট পাওনা।
কিছু না
শাহনূর 50 সপ্তাহ 3 দিন আগে
@Abeduzzaman, @অনি @la pata, @দীপন,@হিয়া
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে বন্দনা করি সবার চরণ ।
আপনারা কেউ কেউ এই লেখাটা পড়ে অনেক কিছু লিখেছেন। চুলহীন মাথার ক্যাপ খুলে, নতমস্তকে গ্রহণ করলাম। তবে এবার সত্য কথাটা বলে দেই, আরে ভাই এটা একটা ৯০% স্মৃতিচারণ আর ১০% ভাঙা প্রতিশ্রুতি-চারণের লেখা, আপনারা এটা পড়তে গিয়ে যে সব চিত্র ভেবেছেন আমি ওইসব কিছুই লিখতে চাইনি (মানে 'পারি নি') এই ছন্নছাড়া লেখাটাতে।
আমার ছেলেবেলার কিছু অংশ কেটেছে গ্রামীণ বিক্রমপুরে। সেটা হিজলের দেশ, বাগবাড়ী গ্রামের গোল পুকুরের পরিধি ঘিরে হিজল গাছের মেলা, শেষ রাতের দিকে কাকচক্ষু পানিতে অসংখ্য হিজল ফুল লোহিত তারার মতো ভেসে থাকতো। বাল্যকালের নির্জন এবং অবাক চোখে দেখা সেই জলে ভাসা লাল হিজল ফুলের রেশটা এখনো সর্বস্ব মুছে যায়নি পুরাতন ক্যাটারাক্ট ভরা চোখ থেকে। তারপর ফের ভেজা কার্পাসে হিজল মালার "কেন যামিনী না যেতে জাগালে না ..." ভাঙা কল্পিত দৃশ্য ... ! রোমান্টিক এবং দশ শতাংশ ইরোটিক ...চোখেতে হিজল তার চুলেতে হিজল ...
===========================
এখানে বেশ কিছু হিজল ফুলের ছবি পাবেন ...
https://www.facebook.com/photo/?fbid=1974150606049992&set=pcb.1974151642...
jkc 50 সপ্তাহ 2 দিন আগে
সোনালি, রুপালী, মখমল, বর্ণীল, নিপুণ কবিতা, আপনার কবিতা থেকে শব্দগুলি বেছে নিয়ে দেখছি এই কবিতার বিশেষণ হয়ে উঠছে, এই কবিতাকে ‘পাঁচ তারা রেটিং’!
আকাশ নেরুদা 50 সপ্তাহ 2 দিন আগে
সুন্দর লিখেছেন । বড়ো ভালো লাগলো । কবিতাটি পাঠে মুগ্ধ হলাম ।
নতুন মন্তব্য পাঠান