অন্যরকম রবিন্দ-জন্তী
রোবো টোবি হলো যে অনেক, ছবি করে দিয়েছি তোমায়
রজনী তো দামি আজকাল, মালা টালা প্লাস্টিকে তাই !
গেলো বারে কেউই আসেনি, সে রকম তৈরী ছিলোনা
স্টেজে উঠে নেচে গেয়ে তাই মাগে হিতে নামালো রঞ্জনা
হাততালি পেলো - হিট গান - নতুন সমোস্কিতি শুরু
তোমার দিন তো পায় শেষ - দেয়ালে ঝোলানো কবিগুরু !
লাস্ট বার ডেকেছি সবকে - না এলে চাবকে সিধে হবে,
রবিন্দ সংগিতে সংগিতে - ডিজে দিয়ে মাইক ফাটাবে
আবৃত্তি করলে আমৃতি - নাহলে প্যাকেটশ্রী নেই
দুয়ারেতে সমোস্কিতি ডাকে, ঝপাং ছিপিটি খুললেই
কেরে তুই কবিতা বলিস - স্টেজে ওঠ ধুতি পাঞ্জাবি -
রবিন্দ সংগিত জানিস ? না হলে বাউল গেয়ে দিবি !
সেও তো রাস্টেরই গান, 'কুনকুন-জাগা ব্যথা' গেয়ে দ্যাখ -
সমোস্কিতি সিখিওনা গুরু, সব চ্যাকা চ্যাক ভ্যাকা ভ্যাক !
আমাদের ছোট নদী শেষ - বংশীবদন মরে ভূত
আজকাল কবিতাও লেখে কাজ নেই কিছু অদ্ভুত !
খঞ্জনা গাঁয়ের অঞ্জনা - কবে মরে হেজে গেছে বুড়ি
বালি বেচে খাদান ফোঁপরা - পুকুর না নদী গেছে চুরি !
চুনী রাঙা হলেই বা কি, সবুজ আর তো দেখিনা -
বেচো বেচো বেচে দাও সব - কালকের কিছুই রেখোনা !
তবু দ্যাখো এবারে ডেকেছি - সমোস্কিতি সন্ধ্যা কালকে
চাঁদা তুলে কিছু খাওয়া দাওয়া - 'শরবত' বরফ ডালকে -!
এতো কিছু করলাম গুরু - তাও কেন কেঁদে কেটে ম'রো
ডিজেই রেওয়াজ এখন - ধুঁয়াধার আওয়াজে মৎ ডরো !
আবাসনে আসনে বসনে - চেয়ারেতে হাসি মুখে রহ -
এ বছরে তবু এটা হলো, আগামী বছর সন্দেহ !
বাঙালী বাংলা লাট খাবে - দারুওয়ালা প্রেডিক্ট করেছে
নিজ্ঝড়ের স্বপ্নভঙ্গ করে - সিগন্যালে ছড়াবে বলেছে !
নিলামে তুলেছি সব কিছু - কি হবে রবিন্দ সমগিতে
দুই বিঘা জমি পোমোটারে, দাদারা খেয়েছে চেটেপুটে
আমাকে দুষলে কি আর হবে - এটাই পপার কালচার
রবীন্দ জন্তী করে কি - খাব না বানাব আচার !
স্বীকারোক্তি /অজুহাত
এতো সুন্দর সব অনুভবী শ্রদ্ধার্ঘ্যর মধ্যে এই কৌতুকাবহী কবিতাটা লেখার বা প্রকাশের ইচ্ছে ছিলোনা, কিন্তু চোখ বুজে থাকলে বাস্তব পাল্টায় না !
লিখতে হলো, সদ্য সদ্য কালকের একটা রবীন্দ্রজয়ন্তী উইথ কান ফাটানো ডিজে এবং অনুসারী গান - যেগুলো কিছুতেই আমাদের সংস্কৃতি হতে পারেনা বলে আমার বিশ্বাস ছিল - (এবং আছে ) এবং তার সাথে কিছু উদযাপকের / আয়োজকের কথা শুনে এই কবিতাটি লিখতে হলো !
কিছু বছর আগে সৃষ্টির কিছু কিম্ভুত ভুল নমুনা - একটি অসাধারণ রবীন্দ্রসংগীতকে তাদের রুচির সাথে মিলিয়ে নোংরা ভাষায় গেয়ে ভাইরাল করেছিল - সম্ভবত আমরাই এইটা পারি - কি লজ্জা, কি লজ্জা !
স্যাটায়ারটি লিখলাম কারণ - সাহিত্যে অন্যায়কে, অশালীনকে শালীনভাবে বিদ্ধ করার, হাস্যকথা, কৌতুক সৃষ্টির অধিকার কবির স্বাধীনতা !
অগ্রিম অনুমতি আর অন্তর থেকে মাপ চেয়ে নিলাম, সুধী পাঠিকা ও পাঠকদের কাছ থেকে, কারণ সব্বাই ভালো মতনই জানি রবির এসবে কিছু যায় আসে না, এতদসত্ত্বেও সূর্য নিজের জায়গায়তেই আছেন জন্মাবধি আর থাকবেনও - বিনা বিজ্ঞাপনে !
বলা বাহুল্য, কবিতাটি কিন্তু রবি কবিকে নিয়ে নয়, তার প্রেক্ষাপটে আমাদের আজকের তলানী "সমোস্কিতি"র ছবি !
পুনঃ - প্রতিবাদ - থুড়ি - 'পতিবাদ' করে কোনো লাভ নেই - আমাদের 'পচুর' সমোস্কিতিবান সদস্য রবিথাকুরের চেয়েও ভাল লেখেন খালি আমরা 'পচার' করিনা !
ASIT KUMAR ROY 25 সপ্তাহ 4 দিন আগে
কবিতা সুন্দর।
রবির তেজ ফুরিয়ে গেছে
আগুন আছে আমার কাছে নে তোরা নে।
আমি শব্দ পাল্টে দিয়েছি আমার মতন করে
উনি কিছু মনে করবেন না।
আর কিছুদিনে আমিও হয়ে যাব ইতিহাস
যারা রয়ে যাবে তারা সবাই পাতিহাঁস।
ক্রান্তি 25 সপ্তাহ 4 দিন আগে
চোখ বুজে থাকলে বাস্তব পাল্টায় না - সহমত
ক্রান্তি 25 সপ্তাহ 4 দিন আগে
পতিবাদ করে কোনো লাভ নেই তবু পতিবাদ চলুক
অভি 25 সপ্তাহ 4 দিন আগে
বেশক্
নতুন মন্তব্য পাঠান