রবি মানে
শ্রীহরি গলগ্রহ
বুধ, ২০২৪-০৫-০৮ ০৭:৫০

যদি ভাবিস
রবি মানেই দাড়ি,
তোর সঙ্গে আড়ি।
কি বললি?
রবি মানে নোবেল জেতা, ব্যাস?
তোর বাড়াভাতে আ্যশ।
যদি বলিস রবি মানে
শুধুই দিস্তা দিস্তা গান,
ছুরিতে দেই শান।
এমনি করে চোখ রাঙিয়ে
চোখ পাকিয়ে শেষটা,
হরেক লোকে চলছে করে
‘রবি’ বোঝার চেষ্টা।
ভক্তজনের আদিখ্যেতায়
মাইকওয়ালার চিৎকারে
শিশুভোলানাথ হারিয়ে গেছে
কোথায় যেন ফুৎকারে।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 335

ঝর্না 44 সপ্তাহ 6 দিন আগে
রবিবাবু এক আবেগ।
যত দূরে যাই, তত কাছে পাই।
সুক্রিয়া শ্রীহরিজি।
hiya 44 সপ্তাহ 5 দিন আগে
সহজ ঋজু কথা, ভারি সুন্দর কবিতা।
কিছু না
kalyan 44 সপ্তাহ 5 দিন আগে
দুরন্ত, খুব উপভোগ্য লাগল
আর্যতীর্থ 44 সপ্তাহ 5 দিন আগে
একদম!
ক্রান্তি 44 সপ্তাহ 4 দিন আগে
ঝকঝকে আর যাকে বলে রীতিমতো উপভোগ করে পড়া গেল
আর্বানমিশুকে 44 সপ্তাহ 4 দিন আগে
এক্সেলেন্ট - সো ভেরি এঞ্জয়েবল্!
শুনশান 44 সপ্তাহ 3 দিন আগে
এটা পোস্ট হওয়া মাত্রই পড়েছি
শুনশান 44 সপ্তাহ 3 দিন আগে
মানে ফাঁক পেলেই এসে আবার ও বারবার পড়ে গেছি
যাকে বলে খু--ব জমাটি, উনি যে infinitely multifaceted সেটা সহজ সাবলীল উপভোগ্যতায় রম্যতায় এমনভাবে তুলে ধরেছেন যে hats off to you ...
নতুন মন্তব্য পাঠান