চশমাটা খোলো
শাহনূর
মঙ্গল, ২০২৪-০৪-০২ ১৭:২৫

চশমাটা খোলো, দুটো আকাশকে দেখি বিচূর্ণ প্রিজমে, দেখি কিসের মায়ায়
পাখা ভাঙা ক্ষত নিয়ে এক গাঙ চিল বুকে রক্ত রাঙা হয়ে উড়ে যায় নীলের প্রভায় !
অবসান নাই তার বেদনাও নাই, ক্লান্তি নাই শ্রান্তি নাই ওই দুটো আয়নায়
কেমনে রেখেছো বেঁধে তাকে নির্বিকারে গঙ্গা যমুনা বাঁধে জলের আঁধারে,
বারে বারে ভুলে যেতে থাকি, তোমার চোখের মাঝে অশরীরী ব্রহ্মাণ্ড ভাসে
জলের ছায়ায় অলস মেঘের দল ছল ছল করে ওঠে কিসের মায়ায়
এ্যতোটাই দূরে, কতোটাই দূরে, অনেক অনেক দূরে, একটা জীবন দূরে
বাতিঘর হীন দুষ্প্রাপ্য দারুচিনি দ্বীপে সঘন বনের ছায়ায়!
- শাহনূর-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 340

অনি 49 সপ্তাহ 6 দিন আগে
মুগ্ধ হলাম কবি
রেবতী 49 সপ্তাহ 6 দিন আগে
"বারে বারে ভুলে যেতে থাকি, তোমার চোখের মাঝে অশরীরী ব্রহ্মাণ্ড ভাসে"
অতুলনীয় ব্যাপ্তির কথা এঁকেছেন, অপূর্ব একটি কবিতাপাঠ
পৃথা 49 সপ্তাহ 4 দিন আগে
"অবসান নাই তার বেদনাও নাই, ক্লান্তি নাই শ্রান্তি নাই" এই অবস্থাটা বেশ কাম্য, বলা বাহুল্য আপনার পুরো কবিতাটাই মনোমুগ্ধকর
ঝিলিক 49 সপ্তাহ 4 দিন আগে
Kgy mgvdoj
ঝিলিক 49 সপ্তাহ 4 দিন আগে
খুব সুন্দর
বীথি 49 সপ্তাহ 4 দিন আগে
অনেক, অনেক ভালোলাগা জানবেন শাহনূরদা
Saranya 49 সপ্তাহ 4 দিন আগে
"বারে বারে ভুলে যেতে থাকি, তোমার চোখের মাঝে অশরীরী ব্রহ্মাণ্ড ভাসে"
একজন ডেডিকেটেড সোওলই এরকম বলতে পারে
Saranya 49 সপ্তাহ 4 দিন আগে
"এ্যতোটাই দূরে, কতোটাই দূরে, অনেক অনেক দূরে, একটা জীবন দূরে"
এ্যতোটাই, কতোটাই, তারপর অনেক অনেক, তারও পর "একটা জীবন" দূরত্বকে অসীম করেছে, এই শৈলীটা বেশ বুকে দাগ কেটে বসে
শাহনূর 49 সপ্তাহ 3 দিন আগে
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সব্বাই'কে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি।
নতুন মন্তব্য পাঠান