চারপা
চারপাই
ধাঁধার মধ্যে বসে আছো? থাকো, থেবড়ে।
তিলক কবেই গেছে মুছেটুছে, ধেবড়ে।
ভক্তি, যুক্তি- মাঝে শুয়ে? থাকো। দীর্ণ-
ছুটি হবে, প্রিয় ঘণ্টা- অনুত্তীর্ণ ...
ধাঁধার মধ্যে বসে আছো? থাকো, থেবড়ে।
তিলক কবেই গেছে মুছেটুছে, ধেবড়ে।
ভক্তি, যুক্তি- মাঝে শুয়ে? থাকো। দীর্ণ-
ছুটি হবে, প্রিয় ঘণ্টা- অনুত্তীর্ণ ...
ঝর্না 31 সপ্তাহ 1 দিন আগে
অসাধারণ।
কত অল্প শব্দ সংখ্যায় দারুন লেখা।
হলুদ 31 সপ্তাহ 1 দিন আগে
অনবদ্য
রেবতী 31 সপ্তাহ 1 দিন আগে
চমৎকার, এরকম সপাট, শার্প আবার বাংলা ভোকাবুলারিতে সমৃদ্ধ লেখা অভাবনীয়!
hiya 31 সপ্তাহ 21 ঘন্টা আগে
বাহ্, অসাধারণ ! মুগ্ধ!
কিছু না
m.c. 31 সপ্তাহ 14 ঘন্টা আগে
Superb
ঝিলিক 30 সপ্তাহ 4 দিন আগে
দারুণ লাগল
বীথি 30 সপ্তাহ 4 দিন আগে
অপূর্ব কবিতাটি
jkc 30 সপ্তাহ 4 দিন আগে
অসামান্য বললে কম বলা হয়ে যাব
আরো হোক প্লিস
jkc 30 সপ্তাহ 4 দিন আগে
"ভক্তি, যুক্তি- মাঝে শুয়ে? থাকো। দীর্ণ- "
চাবুক!!! এবং সেরা!
নতুন মন্তব্য পাঠান