বোকার দিন
। বোকার দিন।
বাকি বছর চালাকরা নিক, একখানা থাক বোকার দিন,
ঠকছে যারা সারা জীবন, শোধ করে যায় ধোঁকার ঋণ,
একটা দিনে সুদ করো মাফ, ব্যঙ্গখোঁচায় নয় ঠোকা,
সেলফিযুগে আয়না নিয়ে থাকুক সুখে সব বোকা।
বোকার মানে তা কিন্তু না নয় ভালো যে যোগ-ভাগে,
অনেক বোকার দেখলে রেজাল্ট চোখ ধাঁধিয়ে তাক লাগে,
গান কবিতা ভালোই বোঝে, প্রেম করে সে নিষ্ঠাতে,
ভালো লোকের লিস্টি হলে , সে নাম পয়লা পৃষ্ঠাতে।
মানুষকে সে ভরসা করে মুখের কথায় বিশ্বাসে,
দেয় না সে কান ‘ ঠকবি ‘ বলে চেনা লোকের ফিসফাসে,
মোড়ের মাথায় শীর্ণ বালক খিদের ছুতোয় ভিক্ষা চায়
ওই যে বোকা লোককে দেখো, তাকে কিনে রোল খাওয়ায়।
বোকা যাকে বন্ধু ভাবে, তার প্রতি হয় অন্ধ সে,
দেখতে নাচার বাকি সমাজ দাগায় তাকে কোন দোষে,
মহাভারত পড়ো যদি, কর্ণ ছিলেন এইরকম,
সিংহাসনের সুযোগ পেয়েও যাননি ওদিক এক কদম।
বোকার যখন ভরসা ভাঙে, আঁধার ঘরে কাঁদবে সে,
বুঝবে না তাও এসছে কুমীর বন্ধুজনের ফাঁদ-বেশে,
যতই বোঝাও ভুল বাজিতে প্রথম থেকেই হারছিলো
ভাববে সেটা নিজের দোষই, কমতি কোথাও তার ছিলো।
এমন লোকের উন্নতি নেই, সবাই একেই বানায় মই,
ধাপ বানিয়ে ওঠার পরে, বন্ধুতার আর সময় কই,
এমন লোকের হয় না টাকা, ফাঁকাই থাকে লাভের ঘর,
বউ হলে সে সব কিছু সয়, ‘ অকম্মা’ হয় যখন বর।
এপ্রিল এক-য়ে তাদের কাছে বাকি লোকের ঝোঁকার দিন,
যাদের সবই তাস দেখানো , জীবনযাপন পোকার-হীন।
বাকি বছর চালাকরা নিক, একখানা থাক বোকার দিন।
আর্যতীর্থ
- আর্যতীর্থ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 288
Saranya 35 সপ্তাহ 4 দিন আগে
জমজমাট দারুণ
hiya 35 সপ্তাহ 4 দিন আগে
ভারী সুন্দর একটি কবিতা পড়লাম !
কিছু না
অনি 35 সপ্তাহ 3 দিন আগে
ফাটাফাটি আর্যদা
রেবতী 35 সপ্তাহ 3 দিন আগে
"বাকি বছর চালাকরা নিক, একখানা থাক বোকার দিন।"
আমার দারুণ লেগেছে
m.c. 35 সপ্তাহ 2 দিন আগে
Beautiful
নতুন মন্তব্য পাঠান