জিরাফ

মনিরা
সময়ের গূঢ় দ্বার দিয়ে ঢুকে দেখি
বর্ণময় জিরাফ বসে আছে
তার সারাজীবনের দ্বিধা, সে কী ধর্মে আছে
নাকি আর্জুভরা জুতে, এই ভেবে ভেবে
অথচ বিনা ভোকাল কর্ডে
নীরব থেকেছে আপামর কবিতা পাঠে
আবৃত্তির চূর্ণ কণা নিয়ে খেলে গেলে
লাস্যমুখী বালিকার দল, সময়ের বাজুবন্ধে
সে দেখেছে নিরাকার তবুও প্রলম্বিত ঘাস
জলজরসে ভরা, খাদ্য চাই এই ভেবে
সময়ের বিশুদ্ধ অন্ধকারে বসে, ভরে নিয়ে
পাকস্থলী পাকে ও দুর্বিপাকে, জি রা ফ
আমাদের গলিত রাফ খাতা থেকে
উদ্বাস্তু শব্দদের পাশে, বসে আছে যেন
অকৃতদার, অনেক জীবন পেরিয়ে এসে দেখছে
তার যত ক্যামোফ্লাজ শুধু রক্তের অনর্থ সন্তাপ
incomplete idea
শাহনূর 45 সপ্তাহ 5 দিন আগে
দারুণ লিখেছেন!
hiya 45 সপ্তাহ 5 দিন আগে
"- তার সারাজীবনের দ্বিধা, সে কী ধর্মে আছে
নাকি আর্জুভরা জুতে, এই ভেবে ভেবে--"
অসামান্য ! অসামান্য ভাষার কারুকার্য !
কিছু না
শাহনূর 45 সপ্তাহ 3 দিন আগে
"জি রা ফ
আমাদের গলিত রাফ খাতা থেকে
উদ্বাস্তু শব্দদের পাশে, বসে আছে যেন
অকৃতদার, অনেক জীবন পেরিয়ে এসে দেখছে
তার যত ক্যামোফ্লাজ শুধু রক্তের অনর্থ সন্তাপ "
কবিতাটা স্বভাবতই আবার পড়লাম। খুব সুন্দর কম্পোজিসান, ফের রক্তের অনর্থ সন্তাপ জড়িত শব্দ গুলো অনুভব করলাম।
নতুন মন্তব্য পাঠান