তুই জানতেই পারবি না
কালুয়া চাঁদ
এখানে চরাচর তোর অদ্ভুত সুগন্ধে তর হয়ে আছে,
বিনোদিনী রাই -
তুই জানিসই না,
বুক জুড়ে, বাতাস এঁকেছে তোর মুখ,
অকলুষ সুখে, নিষ্কাম আনন্দে,
অপলক পলকের পালক তুলিতে,
তুই দেখিসই না,
তোর আঙ্গুল ছুঁয়ে, অপরূপ রূপ বিন্দু গুলি,
একে একে ফুটে ওঠে
ভাঙ্গা আটচালে,
যেন সামিয়ানা তারাদলে প্রিয় স্বরলিপি,
অনায়াস সম্মোহন গান,
তুই তার কোনো সুর
ঠোঁট মধুপুরে,
ভুলেও আঁকিস না - !
রেলের লাইন দুটি যেমন সমান্তরালে
হয়তো কোথাও মিলেছে,
অন্য কোনো সময়ের অন্য দুনিয়ায়
তেমনই সুন্দর মেখে নেব তোকে,
কোনও সেই অমর্ত্য অমরায় -
-- একদিন,
তুই জানবিই না!
তুই হয়তো কখনোই জানবি না।
বিনোদিনী রাই, তুই জানতেই পারবি না
আর্বানমিশুকে 35 সপ্তাহ 5 দিন আগে
সোওল টাচিং ব্রাদার
m.c. 35 সপ্তাহ 4 দিন আগে
Beautiful
তপতী 35 সপ্তাহ 4 দিন আগে
অপূর্ব লিখেছেন
Saranya 35 সপ্তাহ 4 দিন আগে
পুরো মুগ্ধ!
মনিরা 35 সপ্তাহ 4 দিন আগে
"তোর আঙ্গুল ছুঁয়ে, অপরূপ রূপ বিন্দু গুলি,
একে একে ফুটে ওঠে
ভাঙ্গা আটচালে,
যেন সামিয়ানা তারাদলে প্রিয় স্বরলিপি,
অনায়াস সম্মোহন গান,
তুই তার কোনো সুর
ঠোঁট মধুপুরে,
ভুলেও আঁকিস না - !"
সুইট, রোমান্টিক, বিভোর-তন্ময় করে দেওয়া!
মনিরা 35 সপ্তাহ 4 দিন আগে
"এখানে চরাচর তোর অদ্ভুত সুগন্ধে তর হয়ে আছে"
যে পায়, সে পায়, আর কিছু না সে চায়!
মনিরা 35 সপ্তাহ 4 দিন আগে
অপরূপ রূপ কি, প্রেম কি জানতে ইচ্ছা করে, ভালোবাসা সকাম না নিষ্কাম এইসব আর কি
দেখুন, কালুয়া চাঁদ-দা, কবি শরণ্যা মুখোপাধ্যায় লিখেছেন কেমন -
কবি তুমি আশ্চর্য তিলক। বীজমন্ত্রাধান।
এ পাথরে অগ্নিবৃষ্টি, ও কুটিরে আমিষের ঘ্রাণ
তবু তুমি নামটুকু নিলে, এ বালিকা আপৎকালীন।
ও আকাশে দেখো রামধনু, আমারই বিভঙ্গ হয়ে
ছুঁতে আসে মাটির প্রলাপ।
হে আমার বিবাগীচিহ্ন, ঐশ্বর্যআখর ধূপগন্ধ,
বেজেছো ভিতরে খুব, ঠিক যেন ছিন্ন স্মৃতিলিপি।
বালিতে আঁকের দাগ, আকাশে আদিম মেঘবালা।
তবুও ফিরেছি চেয়ে, সুখ নয়, অনিত্য দেয়ালা।।
সর্বাপেক্ষা গূঢ়চারী জেনো হেম, শুধু ভালোবাসা।
আজন্ম আখর জুড়ে মূর্তিহীন শিলালিপি যার
বীথিমূলে কৃষ্ণকালো, এখনও প্রসাদী মালাখানি।
তবুও বিরলে দেখ ওই বসে চুপ নিষাদিনী।
তবুও নরম হাসি, স্মিতমুখ, যখনই দেখেছি।
ও কথা বারণ বলা, তবে জেনো একান্তে সে আছে
গভীর অরণ্যচারী, ছলছল, একাকী কুমারী
ছুঁয়ো না তামাশা ছলে
ছুঁলেই বিষাদ ঝরে যায়।
শরণ্যা মুখোপাধ্যায়
বাক্যবাগীশ 35 সপ্তাহ 4 দিন আগে
অপরূপ প্রেম - তবে তাই হোক !
তবে তাই হোক,
যে যেখানে প্রবুদ্ধ, তোমার
প্রেমে ও অপ্রেমে ধন্য -
মায়ার নগরী, মায়া দিয়ে তিলে তিলে তিলোত্তমা
এই সময়ের নিগড়ে বেঁধা এই চেতন অরণ্য -
তাই হোক - যে যেখানে - সেখানে প্রবুদ্ধ !
অপরূপ প্রেম পেয়ে হোক শুদ্ধ -
হোক ধন্য !
শিরা ও ধমনী বেয়ে উঠে আসে অনাবিল মায়া
পবিত্র উরুর স্পর্শে, মায়াময়ী, তোমার
বাহুতে বাহুমূলে গ্রীবায় আর নাভির কেন্দ্রে
আমন্ত্রণে, রিক্ত কর অভিমান, শূন্য করে দাও
ভন্ডামীর মন্ত্রগুপ্তি, কাপুরুষ যত অভিমান
কবি করো, ওগো একেবারে রিক্ত করে
দিকশূন্যপুরে, একেলা পথে - ফকিরের ফকির করে
রিক্ত করে কবি করে দাও গো আমাকে -
আমার অমিকে বলে দিও কোনো এক
মহা যুগ সন্ধিক্ষণে -
শূন্যতার চেয়ে বড় ধন কিছু নেই,
যত পূর্নতা পূর্ণ রিক্ত সে হাতেই
তাই খালি করে দাও - এ আবর্জনা, যাচনা,
লাভ ও লাভের যত সুমন্ত্রণা,
পাওয়ার এ গলিপথে হারানোর অসীম যন্ত্রনা
রিক্ত করো, শূন্য করো - দিকশূন্যপুরে ঠেলো ব্যাথাতুর আমার অমিকে
আমাকে চেনাও আমি, যে কখনো দেখেনি আমাকে !
ঝর্না 35 সপ্তাহ 4 দিন আগে
দারুন। এও এক প্রেম। তবে তাই হোক।
ঝর্না 35 সপ্তাহ 4 দিন আগে
একটা কবিতা শেয়ার করি।
এমনটাই তো হয়। হতেই পারে।
সম্পর্ক
--জয় গোস্বামী
তুমি তো জানোই আমি সামাজিক ভাবে
কোনও দিন পুরোপুরি তোমার হব না।
আমিও তো জানি তুমি আমার একার জন্য নও।
তা হোক না। তা আমার বেশি।
আমি কী কী চাই?
সুর কানে প্রবেশ করবে।
হাত সে শান্ত হবে হাতে।
শরীর কখনও হবে, কখনও হবে না।
সামাজিক ভাবে, বলো,
কারো কিছু ক্ষতি আছে তাতে?
মনে মনে সঙ্গে থাকি।
যে-পথে কলেজ থেকে ফেরো
সে-রাস্তায় মনে মনে যাই
বাস্তবেও গেছি দু’একবার।
তোমার ছাত্রীকে তুমি বললে কি আমার কথা?
বলো তো কী পরিচয় দিয়েছ আমার?
hiya 35 সপ্তাহ 3 দিন আগে
বাহ্ ! শেয়ার করা জয়ের কবিতাটা জানা ছিলনা, খুব ভাল লাগলো !
কিছু না
ঝর্না 35 সপ্তাহ 3 দিন আগে
আমিও ফেসবুকে এক পেজ থেকে পড়েছি। খুব ভালো লেগেছে কবিতাটা।
তাই শেয়ার করলাম।
খায়রুল আহসান 34 সপ্তাহ 5 দিন আগে
"তোর আঙ্গুল ছুঁয়ে, অপরূপ রূপ বিন্দু গুলি,
একে একে ফুটে ওঠে
ভাঙ্গা আটচালে" - খুব সুন্দর লিখেছেন!
জয় গোস্বামী'র 'সম্পর্ক' কবিতাটি এখানে শেয়ার করারর জন্য @ঝর্নাকে ধন্যবাদ।
ভালবাসা ভালবাসি....
কালুয়া চাঁদ 34 সপ্তাহ 1 দিন আগে
ওরে ব্বাস এতো লোকের পড়েছে ভাবতেই নিজেকে vip লাগছে !
সব্বাইকে অনেক ধন্যবাদ পড়ার জন্য, এতো সুন্দর কমেন্টস এর জন্য !
মনিরা আর বাক্যির কবিতা ভীষণ ভালো লাগলো, বিশেষ করে শরণ্যার কবিতাংশগুলো জাস্ট অসাধারণ, !
নতুন মন্তব্য পাঠান