আবার এসো ফিরে ২

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

- অসিত কুমার রায় (রক্তিম)
আমাদের ভালবাসার ইচ্ছা ডানায়
তুমি আকাশের নীলে উড়ে যাও।
কোথায় যাবে কত দূরে যাবে
এখানেই মন পড়ে রবে নিজেকে শুধাও।
যে বাঁশি বাজে অন্তর মাঝে
তাইতো শুনবে অহরহে।
তোমারি গানে থাকে পথ চেয়ে
এই শহর জুড়ে যে নদী বহে।

বৈশাখ রবি তোমারি ধ্যানে
জ্যৈষ্ঠ দারুন তপন দহনে
আষাঢ় আসবে ঝড় তুফানে
শ্রাবণ ঝরবে অঝোর বরিশনে
ভরা ভাদরে পড়বে কি মনে
আশ্বিনে এসো মায়ের আগমনে।

রঙের দিনে বসন্ত মাসে
যাও চলে যাও আপন আলোর দেশে।
ভালো থেকো ভালো রেখো
আমরা আছি অপেক্ষায় শিউলি মাসে।

ASIT KUMAR ROY's picture
শাখা - শমশের ভোটের

ASIT KUMAR ROY 50 সপ্তাহ 3 দিন আগে

শাখা - শমশের
ভোটের গান-২০২৪
কথা সুর - দেবপ্রসাদ ব্যানার্জি

আমরা বলছি ভাই মানুষের জোট চাই
মানুষে মানুষে ভেদাভেদ মানিনা
ধর্মের সংঘাত জাতপাতের লড়াই
মানবতার ধ্বংসকারী শত্রু এরাই।।

''দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো''
এই প্রতিবাদ সমস্বরে করছি আজকে শোনো
মধ্যবিত্ত গরিবের পেটে আগুন জ্বেলেছে যারা
এই দেশটার মসনদে আজ বসে আছে যারা
জোট বাঁধো আজ জোট বাঁধো
সামনে লড়াই জোট বাঁধো
সঙ্কটকে করতে নির্মূল
ষড়যন্ত্রকে করতে নির্মূল।।

চুরি বাটপাড়ি আর মানবনা বলতে হবে আজ
দেশটাকে আজ গড়তে হবে দিতে হবে নব সাজ।
ঘর পাল্টানো বহুরূপীদের দেখতে চাইনা আর
সেই জন্য মানুষের জোট বেশি করে দরক...
(তাই) জোট বাঁধো আজ জোট বাঁধো
সামনে লড়াই জোট বাঁধো
সঙ্কটকে করতে নির্মূল
ষড়যন্ত্রকে করতে নির্মূল।।

m.c.'s picture
Well said

m.c. 50 সপ্তাহ 2 দিন আগে

Well said

la pata's picture
darun raktimvai

la pata 50 সপ্তাহ 2 দিন আগে

darun raktimvai



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline