হৃদয় এবং শরীর - সত্যতার প্রমাণ নিষ্প্রয়োজন

অনেক সময় প্রেয়সী হারানো মানুষের মনে
আজীবন বিশ্বাস একটি অতিকায় অথচ ক্ষয়িষ্ণু হ্রদের নাম, যে জলাধার কোনো গণিত মানেনা,
কোনো উপপাদ্য সম্পাদ্য লেমা টেমা কিছুই না মেনে সাক্ষী প্রমাণ তার
নিষ্প্রয়োজন। সে শুধু নিরালা জলের মতো একরাশ জোনাকির আলো জ্বেলে
নিষ্প্রভ থাকে, মনের ভেতরে কাশবনে বালুকা বেলায় অচিন এক ঝিনুকের সাথে মাস মাস
নিঃশব্দে বসবাস করে, সে চুপে চুপে মুক্তোর ভঙ্গুর কণিকা বানিয়ে তার নিজস্ব ধারণাকে ধরে রাখতে চায়
সে ঋতু কিংবা জোয়ার ভাটার গণিত থিতু করে তলে উপতলে
শিরা উপশিরা বেয়ে প্রাণের চারধারে জলের ভেতরে চিরদিন
নিঃশব্দে ইন্দ্রপ্রস্থের মতো মায়াবী দেয়াল প্রোথিত করে।
সেই হ্রদের বুকে কোনো ব্রিজ নেই, সামাজিক আইন কানুন, ফ্লাই ওভার নেই,
আছে শুধুমাত্র একটি নদীর শুরু তার থেকে সাগরের দিকে,
সেটা আসমুদ্র হিমাচল শুধু মাত্র সাইক্লিক অনুপ্রাস দিয়ে নিজেকে শাশ্বত করে
নিঃশব্দ বীণার ঝংকার তুলে জলদ ড্রইং রুমে শোফায় কিংবা চিত্র ফ্রেমের আড়ালে সে যায়না কখনো,
কোনো ওঙ্কার নাই তার,
সে হিজলের ডালে পাখিদের সংসার দেখে আঁকাবাঁকা ভাঙা ভাঙা ভেজা অক্ষর দিয়ে
শালুক পাতায় জলদ উপন্যাস লিখতে চায়
সে নাকি প্রায় প্রতিদিন তার প্রেয়সী নদীর গায়ে অন্য নদের ঘ্রাণ পেতে পেতে বিমুখ হতোনা, তবুতো
সে তাকে ভালোবেসেছিলো, সব বিকেলে, তবুতো তার চির বিশ্বাস শরীরে নয়
সেই প্রেয়সী নদীর সম্পূর্ণ প্রাণের জলে সমুদ্র সমান জোয়ারের টান তার দিকে, একমাত্র তার ই দিকে,
একবিন্দু ভাগ করেনি সেই নদী কোনোদিন তার অতল তলে সঘন যূথিকা ভবন
এই প্রমানহীন উন্মন বিশ্বাস নিয়ে সেই হ্রদ বসে থাকে সমগ্র দুপুর, সকাল বিকেল
দিন রাত্রির সব অবসান হবে একদিন যবনিকা এলে মুছে যাবে তার পাড়ে সারাটা জীবন অজ্ঞাতবাসের বন
এবং এই ধারণার কোনো রকম সত্যতা পরীক্ষা করার তার নাই প্রয়োজন।*
--------------------------------------------------------------
*"আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি--?"
- পারিজাত রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 312

kalyan 46 সপ্তাহ 11 ঘন্টা আগে
"সেই হ্রদের বুকে কোনো ব্রিজ নেই, সামাজিক আইন কানুন, ফ্লাই ওভার নেই,
আছে শুধুমাত্র একটি নদীর শুরু তার থেকে সাগরের দিকে,
সেটা আসমুদ্র হিমাচল শুধু মাত্র সাইক্লিক অনুপ্রাস দিয়ে নিজেকে শাশ্বত করে
নিঃশব্দ বীণার ঝংকার তুলে জলদ ড্রইং রুমে শোফায় কিংবা চিত্র ফ্রেমের আড়ালে সে যায়না কখনো,
কোনো ওঙ্কার নাই তার"
মুগ্ধ করলেন কবি
এনা 46 সপ্তাহ 10 ঘন্টা আগে
দারুণ পারিজাতদা
বনলতা 46 সপ্তাহ 10 ঘন্টা আগে
হৃদয় এবং শরীর - সত্যতার প্রমাণ নিষ্প্রয়োজন, শিরোনামটির সাথে সততঃ সহমত, কবিতার প্রতিটি লাইনও খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠেছে
আর্বানমিশুকে 46 সপ্তাহ 3 ঘন্টা আগে
এক্সেলেন্ট কম্পোজিশন ব্রাদার পারিজাত
রেবতী 45 সপ্তাহ 6 দিন আগে
প্রগাঢ় বর্ণিল সব ইমেজারি, এক কথায় দুর্ধর্ষ
রেবতী 45 সপ্তাহ 6 দিন আগে
শিরোনামটির সাথে আমিও সহমত হব, বলাটাই বাহুল্য, তবুও বললাম
তপতী 45 সপ্তাহ 6 দিন আগে
অনেক অনেক ভালোলাগা পারিজাতদা
la pata 45 সপ্তাহ 6 দিন আগে
darun
Saranya 45 সপ্তাহ 6 দিন আগে
পারিজাতদা, দারু--ণ!
মনিরা 45 সপ্তাহ 6 দিন আগে
"সে হিজলের ডালে পাখিদের সংসার দেখে আঁকাবাঁকা ভাঙা ভাঙা ভেজা অক্ষর দিয়ে
শালুক পাতায় জলদ উপন্যাস লিখতে চায়
সে নাকি প্রায় প্রতিদিন তার প্রেয়সী নদীর গায়ে অন্য নদের ঘ্রাণ পেতে পেতে বিমুখ হতোনা, তবুতো
সে তাকে ভালোবেসেছিলো, সব বিকেলে, তবুতো তার চির বিশ্বাস শরীরে নয়"
কবিতা কখনও কখনও মন্ত্রমুগ্ধ ও নিশ্চুপ করে দেয়, এই কবিতাও সেইরকম
নতুন মন্তব্য পাঠান