আরো রাত হবে

মুকুলিকা
আরো রাত হবে
মুকুরে ফুটে উঠবে গোলাপপিষ্ট রক্ত সংকেত
সিংহদরজা পেরিয়ে যাবো আমরা
হত্যাপ্রবণ দৈত্য হবে আজ্ঞাবহ দাস
রাতের দহ আর দাহ পেরিয়ে
মুকুরের ওপার জগতে রেখে আসবো আমাদের দেহ
মন শুধু কাঁটা হয়ে ফুটে থাকবে
পৃথিবীর সদ্যোজাত প্রেমজ গাথার তাজা উপসংহারে
ঝর্না 46 সপ্তাহ 1 দিন আগে
দারুন
নতুন মন্তব্য পাঠান