ফকির রাজার ধাঁধা
hiya বৃহ, ২০২৪-০৩-২৮ ১৮:২০
সে এক কোনও ফকির ছিল,
রাজা তাকে সনদ দিল,
সনদ পেয়ে সময় বেয়ে,
ফকির কখন রাজা হলো।
সে এক কোনও রাজা ছিল,
ফকির তাকে আকাশ দিল,
সাতটি রঙে রাঙলে আকাশ,
ফকির আকাশ ফেরত নিল ।
সে এক ফকির রাজা ছিল,
অনেক বাদ্যি বাজাও ছিল
রাজা সাজার সাজার মধ্যে
রাজার ফকির খোঁজা ছিল।
যদিও রাজা ফকির ছিল,
রাজা সেজে দিন কাটালো,
দিন পোহালে সনদ ফেলে,
ফকির সত্যি রাজা হলো !
এই কবিতাটা কোনও এক বিশেষ অনুপ্রেরণার অক্ষরে অবয়ব, অনুলিখন ছাড়া কবির কোনো ভূমিকাই নেই,
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 311
ঝর্না 35 সপ্তাহ 6 দিন আগে
ওয়াও
অপূর্ব সমীকরণে এক হয়ে আছে রাজা ও ফকির। প্রত্যেক অংশ আলাদা করে সুন্দর।
kalyan 35 সপ্তাহ 6 দিন আগে
কোন অনুপ্রেরণার অক্ষরে অবয়ব? পড়তে দুরন্ত আর খুব সুন্দর লেগেছে
বনলতা 35 সপ্তাহ 5 দিন আগে
দারুণ লেগেছে
খায়রুল আহসান 35 সপ্তাহ 3 দিন আগে
রাজা-ফকিরের চমৎকার সমীকরণ!
অবশেষে "ফকির সত্যি রাজা হলো"! বেশ তো!
ভালবাসা ভালবাসি....
hiya 35 সপ্তাহ 3 দিন আগে
সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ !
সবাই ভালো থেকো !
খায়রুল, অনেক দিন পড়ে পেলাম আপনাকে !
নতুন মন্তব্য পাঠান