পাঁচ ফুলের সাজি

hiya's picture
hiya বৃহ, ২০২৪-০৩-২৮ ১৭:৫৫

১। আয়না
আয়না ভাঙলে জলের ওপর রাগ
জল শুকালে শুকনো ঠোঁটে কষ্ট
ঠোঁটের নীচে লুকিয়ে তোর নাম
দেখনহাসি আহ্লাদী, কেউ নষ্ট !

২। ওপরে
ওপরে বিশেষ কিছু দেখার নেই -
বেশীটাই খামোখা নীল, পশ্চিমে ত্যাগ জপে বসেছে আর
নীচে বোকা মাটি সবুজ হয়ে আছে - অবুঝ !

তুমি ঠিক কোথায় বোঝা যায়না !
আরো অনেকটা ওপরে উঠতে হবে বোধহয় !

৩। কথা ও কবিতা
কথা কেমন করে কবিতা হলো, যদি জানতে,
আসলে পৃথিবীর সমস্ত সুরই তো আহত নাদ !

৪। শূন্যের হিসেব
কি যে বেকার লক্ষ কোটি নিয়ে লোকে গণিতের কথা বলে !
প্রত্যেকটি শূন্যের নিজস্ব হিসেব হয়, বৃত্তগুলো আরম্ভ কোথাও !

৫। সে কবি
মানুষের ভিতরে খাদ কেটে বিবর বানায় - সে কবি -
কিন্তু আসলে কথা ছিল ফুল ফোটানোর - ফুল ফোটানোর শুধু -
এতো রক্ত কেন প্রস্তর যুগের কালে শেষ বার বলে !

__________________

কিছু না

ঝর্না's picture
অপূর্ব পাঁচ। এরকম লেখাগুলো

ঝর্না 31 সপ্তাহ 4 দিন আগে

অপূর্ব পাঁচ।
এরকম লেখাগুলো নিজের খুব ভালো লাগে। লিখতে আর পড়তেও।
৩, ৪ ও ৫ এ খুব বেশি করে আটকে আছি।
পড়ব আবার। জমিয়ে রাখলাম।

m.c.'s picture
Beautiful 5

m.c. 31 সপ্তাহ 4 দিন আগে

Beautiful 5

kalyan's picture
পাঁচটি চমৎকার পাঠ

kalyan 31 সপ্তাহ 4 দিন আগে

পাঁচটি চমৎকার পাঠ

বনলতা's picture
পাঁচ ফুলের সাজি অপূর্ব

বনলতা 31 সপ্তাহ 3 দিন আগে

পাঁচ ফুলের সাজি অপূর্ব সাজিয়েছেন হিয়াদা, ভালোলাগা জানবেন



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline