নামকরণ

যন্ত্রণাদের নাম রেখেছি উপক্রমণিকা
আর---
ভালবাসার নাম প্রস্তাবনা রাখতে গিয়ে দেখলাম
পূর্বরাগ দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে আছে-
দীর্ঘশ্বাসের নাম সহাবস্থান রাখতেই
দাম্পত্য ভেঙ্গে পড়ল কান্নায়
কান্নার নাম- কি রাখবো, কি রাখবো
ভাবতে ভাবতে-
নাম রাখলাম- ঝর্না
দাম্পত্যের আর নামকরণ হলো না
সেই থোড় বড়ি খাড়া;
বুঝলাম—
অভিধানেরও নামকরণের প্রয়োজনীয়তা-
অস্থিরতা রাখতেই
তেড়ে এলো চিল চিৎকারে
তার নাম রাখলাম ঐকতান
অমনিই কেমন মোলায়েম ও মসৃণ হয়ে এলো
এখন আর ঝগড়াঝাঁটি হয় না
ওই একটু অভিমান হয়তো বা
তাই অভিমানের নাম রাখলাম
অভিরুচি
আর ব্যবচ্ছেদ কে আলোচনার টেবিলে নামিয়ে এনে
নাম রাখলাম সামাজিকতা
পাশ ফিরে শোয়ার নাম সহাবস্থান হতেই পারতো
তবে দীর্ঘশ্বাসের ভেটো প্রয়োগে
নাম রাখতে হল পরিমার্জন
মার্জনার অবকাশ রইল না কোন…
এখন সব কিছু সয়ে গেছে আমাদের
সহনশীলতার নাম রাখলাম—
প্রভঞ্জন
বাঁধ ভাঙবার সাধ থাকলেও সাধ্য হবে না ওর…।।
অভিজিৎ
- অভিজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 290

kalyan 1 বছর 1 সপ্তাহ আগে
পড়তে বেশ লাগল
এনা 1 বছর 1 সপ্তাহ আগে
‘‘দাম্পত্যের আর নামকরণ হলো না
সেই থোড় বড়ি খাড়া’’
ভাল লাগল অভিদা
অনি 1 বছর 6 দিন আগে
"পাশ ফিরে শোয়ার নাম সহাবস্থান হতেই পারতো"
ভাল বলেছেন, কবিতাটির মধ্যে এরধরণের স্যাটায়ার (বা ঐ জাতীয় কিছু) আছে যা বেশ উপভোগ্য
তপেশ চট্টরাজ 1 বছর 5 দিন আগে
oejgC
তপেশ চট্টরাজ 1 বছর 5 দিন আগে
দারুণ বস্
kalyan 1 বছর 5 দিন আগে
দিব্য ও খাসা নামকরণ
তপেশ চট্টরাজ 1 বছর 4 দিন আগে
এই কবিতায় আমার প্রথম মন্তব্যটি দয়া করে ignore করুন
পৃথা 1 বছর 4 দিন আগে
সাধু অভিজিৎদা !
সুমি 1 বছর 4 দিন আগে
দারুণ সব ভাবনার সমাহার
সুমি 1 বছর 4 দিন আগে
মনে পড়ল গোধূলি-কে অনন্তসন্ন্যাস নামকরণ করেছিলেন শঙ্খ ঘোষ
“শরীর থেকে শীতের বাকল শহর গেছে খুলে
মাথার উপর ছড়িয়ে গেছে হাঁস
ঠিক তখনই সৌরধুলোয় অন্ধ, বলেছিলাম
এই গোধূলি অনন্তসন্ন্যাস!”
শঙ্খ ঘোষ
নতুন মন্তব্য পাঠান