বশীভূত সে আমার

সে আগুণ ফেরত এসেছে
চোখ বেয়ে গাল বেয়ে সিঁন্দুর দানীতে
প্রতিরোজ উড়ে যায়
চৈত্র ঝড় বনাঞ্চল শেকড় ছিন্ন হলে -
যেদিন বসন্ত হেসে দখিন হওয়ায়
জুড়ে ছিল মৃদু উল্লাস
সে তো সেই দালিম সুরভ, ভোরের জৌলুস শেষে
নাস্তিক মুখে তার কটাক্ষ স্ফুরণ
কোন এক পশলা ফাগুণে সেও তার
হৃদয় হারিয়ে বিপন্ন সভায়
উবে গিয়ে সবটা সৌরভ , একরাশ ক্ষুধা শুধু আজ
দু' হাতে পুষেছে সেই সব উত্তাপ
ঘর বাড়ি খেলাটুক --
সবটাই ভেসে গেছে যতটুক মাটির বাঁধানো
হাসি গান নিয়ে গেছে সন্ত্রাসী উল্লাস
হৃদয় ত্রিশূলে আজও
সেই সব বিক্ষত আঁওয়াজ , ঝঞ্ঝারা ঘাঁই মারে -
তুষও জানে কতটা ছড়ালে
তীব্র হবে আরোও, জ্বলে যাবে বাসন্তী হৃদয়
জলে ও অতলে, আকাশে পাতালে
কে যেন , কার যেনো ভরন্ত আশ্রয়,কে যেন ভাসায়
মন্ত্রপূত: ঘর বাড়ি ভরন্ত সুখ
খিল খিল আগুণ উত্তাপ কে যেন ছড়ায় কার্বণ
নিশ্চুপ ছায়ার মত
কারা যেন উঠে আসে ঘুমন্ত শয্যায়
বন্যা জোয়ারে হঠাৎই ছেড়ে যায় ভাটার অসুখ
একরাশ দমকা হাওয়ায়
ফাগ ভেবে আজ সিঁদুর ওড়ায় শুধু !!
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 247

ঝর্না 1 বছর 1 সপ্তাহ আগে
দারুন...
শম্পা রায় 1 বছর 1 সপ্তাহ আগে
দৃপ্ত কবিতাটি
সুমন্ত রাহা 1 বছর 1 সপ্তাহ আগে
‘কোন এক পশলা ফাগুণে সেও তার
হৃদয় হারিয়ে বিপন্ন সভায়
উবে গিয়ে সবটা সৌরভ , একরাশ ক্ষুধা শুধু আজ’
বাঃ! মুগ্ধ হলাম কবি!
kalyan 1 বছর 1 সপ্তাহ আগে
‘সে তো সেই দালিম সুরভ, ভোরের জৌলুস শেষে
নাস্তিক মুখে তার কটাক্ষ স্ফুরণ
কোন এক পশলা ফাগুণে সেও তার
হৃদয় হারিয়ে বিপন্ন সভায়
উবে গিয়ে সবটা সৌরভ , একরাশ ক্ষুধা শুধু আজ
দু' হাতে পুষেছে সেই সব উত্তাপ
ঘর বাড়ি খেলাটুক --’
চমৎকার লিখেছেন
ফরিদ 1 বছর 5 দিন আগে
দারুণ লিখেছেন! ভালো লাগলো।
আমার মনেহচ্ছে ফাগুণ নয় ফাগুন, আগুণ নয় আগুন, কার্বণ নয় কার্বন হলে আরো ভালোলাগবে পড়তে। কি জানি!
ফরিদ 1 বছর 5 দিন আগে
"জ্বলে যাবে বাসন্তী হৃদয়
জলে ও অতলে, আকাশে পাতালে
কে যেন , কার যেনো ভরন্ত আশ্রয়,কে যেন ভাসায়
মন্ত্রপূত: ঘর বাড়ি ভরন্ত সুখ
খিল খিল আগুণ উত্তাপ কে যেন ছড়ায় কার্বণ
নিশ্চুপ ছায়ার মত
কারা যেন উঠে আসে ঘুমন্ত শয্যায়"
অপূর্ব অপূর্ব, সম্মোহিত করে দিলেন!
মল্লিকা রায় 47 সপ্তাহ 6 দিন আগে
কবি ঝর্ণা,কবি সুমন্ত রাহা ,কবি ফরিদ, কবি শম্পা রায় সকলের জন্য অসংখ্য অভিনন্দন ও শুভ রাত্রি।
নতুন মন্তব্য পাঠান