ডিল্যুক্স সুইটে
সুজাতা
ব্রাকেট নেই, নেই কোন ঋণ
ডিল্যুক্স ভাষার সুইটে বসে আছি
যে শাদা ছায়া নড়াচড়া করে
তাকে দেখে মকরসংক্রান্তির গান মনে পড়ে
দৈনিক সংবাদের থেকে শ্রেষ্ঠ কাব্য আর কি হতে পারে
ক্যামেরানগরে স্ফীত হয় আমাদের আরশি
পুরষ্কার একটা ট্রিগার হিসাবে কাজ করে
স্বল্প গোষ্ঠীও তাই
তবুও সবাই ডাটা ক্রাঞ্চারদের কাছে নতজানু
ডিল্যুক্স ভাষার সুইটে বসে আছি
আমার কাছে তলোয়ার বন্দুক বা কলম কোনটাই নেই
মাথা ধরছে আর ব্যথাটা ঘাড় বেয়ে
চোয়াল বেয়ে
ডিল্যুক্স সিস্টার এসে জিজ্ঞেস করছে
আপনার চা না কফি
শব্দ ছাড়া নাকি শব্দ কয়েক চামচ
অনি 43 সপ্তাহ 5 দিন আগে
দুর্দানত সুজাতাদি
শাহনূর 43 সপ্তাহ 4 দিন আগে
"যে শাদা ছায়া নড়াচড়া করে
তাকে দেখে মকরসংক্রান্তির গান মনে পড়ে
দৈনিক সংবাদের থেকে শ্রেষ্ঠ কাব্য আর কি হতে পারে ..."
সিমপ্লি দুর্দান্ত ...!
সুমি 43 সপ্তাহ 4 দিন আগে
"পুরষ্কার একটা ট্রিগার হিসাবে কাজ করে
স্বল্প গোষ্ঠীও তাই"
অদ্ভুত সত্য
সহমত হলাম
শম্পা রায় 43 সপ্তাহ 4 দিন আগে
মুগ্ধ করলেন সুজাতাদি।
মল্লিকা রায় 43 সপ্তাহ 3 দিন আগে
পুরষ্কার একটি ট্রিগার হিসেবে কাজ করে -
প্রেমও তাই ,চুপচাপ চুরি হয়
অঙ্কুরে তার সদগতি লেখা হয়ে যায়
কোথায় ভূমিষ্ট হবে -
মাথাচারা দিলেই ছিনতাই
সেখানে উদ্ভিন্ন পথ গর্ভকেশরে
দীর্ঘ হাওয়ারা নেমে আসে
একে একে সম্ভোগ ট্রিগারে - ঠিক তার পরে
মল্লিকা রায়/Mallika Roy.
মল্লিকা রায় 43 সপ্তাহ 3 দিন আগে
পুরষ্কার একটি ট্রিগার হিসেবে কাজ করে -
প্রেমও তাই ,চুপচাপ চুরি হয়
অঙ্কুরে তার সদগতি লেখা হয়ে যায়
কোথায় ভূমিষ্ট হবে -
মাথাচারা দিলেই ছিনতাই
সেখানে উদ্ভিন্ন পথ গর্ভকেশরে
দীর্ঘ হাওয়ারা নেমে আসে
একে একে সম্ভোগ ট্রিগারে - ঠিক তার পরে
ঝর্না 43 সপ্তাহ 2 দিন আগে
সিস্টার
শেষটা যা হলো...দারুন ...
ঝর্না 43 সপ্তাহ 2 দিন আগে
"শব্দ ছাড়া নাকি শব্দ কয়েক চামচ"...শব্দ নিয়েই যখন হচ্ছে কথা, তখন সিদ্ধার্থদার এই কবিতাটা থাক... কারো না কারো বোধহয় আসেই এমন সময়...
"#শব্দহীন_হও - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
লিখতে গিয়ে আজকে কেবল হারিয়ে যাচ্ছে খেই
কালকে যে সব শব্দ ছিল আজকে তারা নেই।
খুঁজতে খুঁজতে খবর পেলাম হারাধনের কাছে
এদিক ওদিক ব্যস্ত তারা যে যার মতন বাঁচে।
একটা সেঁকে রান্নাঘরে খিদের পোড়া রুটি
হাপর হাঁপায় একটা, সবাই ধরছে চেপে টুঁটি।
চুলোয় গেল আর একখানা, সোনার ধুলোমুঠি
উপুড় করে উড়িয়ে দিলাম আমার সকল ত্রুটি।
একটা মহা ত্যাঁদড় (আমি তাহার মতন নই)
টঙে তুলে আমড়া গাছের, সরিয়ে নিল মই।
গোবিন্দকে একটা দিলাম, উটকো উড়ো খই
একটা জমা তোমার কাছে বাল্যকালের সই।
একটা ভাঙা নৌকো ভাসায়, জলের ওপর সর
জলের এত টান যে সুজন জলেই বাঁধে ঘর।
একটা দিলাম প্রেমকে নিজে, একটা নিল ঝড়
একটা নিয়ে দ্যায়লা করে বন্ধু নিরক্ষর।
লিখতে গিয়ে আজকে কেবল হারিয়ে যাচ্ছে খেই
কালকে যে সব শব্দ ছিল আজকে তারা নেই।
সিদ্ধার্থ মুখোপাধ্যায়/ ০৫-০২-২০২৪"
নতুন মন্তব্য পাঠান