আজ জ্বর কম আছে

রাজর্ষি
তেরো বছরের পুরোনো বউ
নতুন চাদরে বসে বলে, ‘ওমলেট’
আজ জ্বর কম আছে
ডিজিটালে দেখা গেছে টলটলে স্মৃতি
আঁচলের মতো লাল
পুরোনো ঘরে হাওয়া দুলে ওঠে
হাওয়ার ভিতরে একইসাথে
নিরাময় আর অসুখ দোল খায়
ব্রাশ মুখে নিয়ে ভাবি
টুথপেস্ট স্বাদু বানাতে কত গবেষণা
বুকের লকেটে একটা এসএমএস
তার সাথে তিনমাস জানাশোনা
ওমলেট কাটতে ভাপ বেরোয়
টমেটোর টুকরো, চীজ
আজ জ্বর কম আছে
ঠান্ডা কম আজ এ শহরে, তবে মেঘলা এখন
আর জে ট্র্যাক চেঞ্জ করে
চারতলা থেকে নেমে এল কেউ
সে কি হারামি নাকি পুণ্যবান
নাকি মাঝামাঝি কোন ধূসরের দেশে
সজারুর ন্যায় খুনসুটি করে
অনি 1 বছর 1 সপ্তাহ আগে
কথোপকথনের টুকরো টাকরা - বেশ লাগল, ভাল লাগল
শাহনূর 1 বছর 1 সপ্তাহ আগে
এই কবিতাটা পড়তে গিয়ে কেন যেন আমার নিজেরই জ্বর জ্বর মনেহল! এমন কাঁপুনি উঠলো যে ডাবল কমফোরটারের প্রয়োজন হল।
সুমি 1 বছর 1 সপ্তাহ আগে
"হাওয়ার ভিতরে একইসাথে
নিরাময় আর অসুখ দোল খায়"
শম্পা রায় 1 বছর 1 সপ্তাহ আগে
ভালোলাগা।
ঝর্না 1 বছর 1 সপ্তাহ আগে
দারুন
নতুন মন্তব্য পাঠান