বাজে লোকের কবিতা
''বাজে লোকের কবিতা''
- (রক্তিম)
"বাজে লোকের কবিতা" পড়তে চাই অর্ঘ্য ...
মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা...
তুই যে বাজে লোক,
সেটা আমি একেবারেই জানতাম না।
বরাবর ভালো লোক বলেই জানতাম।
জানিনা! বাজে লোকের সংজ্ঞা কি হয়।
যাকগে তুই লিখেছিস অবশ্যই পড়ব।
অফিস ম্যাগাজিনে তোর কবিতা নিয়মিত থাকত।
কেউ কেউ বলত
তোর কবিতা বড্ড বেশি খোলামেলা।
সর্বসাধারণে পাঠ করা যায়না।
আমার কিন্তু তোর এই প্রকাশ ভঙ্গী
ভীষণ ভালো লাগত।
ঠিক যেন একটা দক্ষিনের খোলা জানলা।
জানিস, অনেকটা রোদ্দুর এখনো লেগে আছে
উন্মুক্ত স্মৃতির বারান্দায়।
আলো হাসি ছড়ানো
মৃণাল'দার সেই নাটক দলের রিহার্সাল।
আর কত কত সব খুনসুটি।
তোদের দুটিতে প্রেমে পড়া বিয়ে,
তারপর একদিন চলে গেলি বিদেশে ;
আরও বেশি পড়বার জন্য।
শেওলার মতন ভেসে হারিয়ে গেলি।
এখন কোথায়?
এখন বুঝি তোরা সানফ্রান্সিসকো'তে আছিস?
কি আশ্চর্য ! কি আশ্চর্য !
তোর বই এখন বইমেলা'২৪ কলকাতায়
দিব্যি ৫১৫ নং স্টলে জাঁকিয়ে বসে আছে।
অবশ্য, সায়ন্তিকা তোর সেই মহান দায়িত্ব
কাঁধে তুলে নিয়েছে বলেই সবটা সম্ভব হয়েছে।
আমি নিশ্চয় যাবো বইমেলায়
সবটা ঠিকঠাক থাকলে। আসলে শরীরটা...
যাকগে ভালো থাকিস ...
ইতি স্বপ্নিল
মাতা ও পুত্র 39 সপ্তাহ 5 দিন আগে
খুব ভাল লাগলো।
hiya 39 সপ্তাহ 4 দিন আগে
ভারী সুন্দর - পড়ে মন ভরে গেল অসিত ! কি ভাল যে লাগলো !!!
কিছু না
মধুছন্দা 39 সপ্তাহ 4 দিন আগে
বইমেলা ২৪ দেখা হলনা
আপনার কবিতাটি ভাল লাগল রক্তিমদা
hiya 39 সপ্তাহ 4 দিন আগে
"বাজে লোকের কবিতা'" জাস্ট অপূর্ব রক্তিম, গভীরে ছুঁয়ে গেল !
অনি 39 সপ্তাহ 4 দিন আগে
সুন্দর কবিতা
বীথি 39 সপ্তাহ 4 দিন আগে
বাজে লোকের কবিতাটি খুবই ভাল লাগল রক্তিমদা
নতুন মন্তব্য পাঠান