তনুমনে ষড়ঋতু
snbaqui বৃহ, ২০২৩-১২-২১ ০৮:২০
অবহেলা উপেক্ষা বিরহ
গ্রীষ্মের দাবদাহ
সৃষ্টি করে উত্তাপের আবহ
বর্ষার বর্ষণসম
বেদনা কিংবা অভিমানে
অশ্রু ঝরে দুনয়নে
শরতের আকাশে
মেঘসম ভাসে
প্রজাপতি-মন তব
আবেগে-উচ্ছ্বাসে
হেমন্তের হালকা
কুয়াশার চাদরে
জড়িয়ে রাখো পরম আদরে
শীতের তীব্রতা
দূরীভূত করে তা
তব তনুমনের উষ্ণতা
বসন্তের আবির্ভাবে
পুষ্পিত সুবাস ছড়াবে
সার্বক্ষণিক অনুভবে।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 101
snbaqui 49 সপ্তাহ 1 দিন আগে
" তোমাদের সভায় আমার এ গান
হয়তো বেমানান হবে,
নাম হারা ফুল প্রাসাদ কাননে
ঠাঁই পেয়েছো বলো কবে.......... "
নতুন মন্তব্য পাঠান