লিভ-ইন
ফ্ল্যাটে ফিরে দেখি, সে ডিম লাইট জ্বেলে রেখে চলে গেছে
তবে কি ভাবছিল রাত?
সবুজ ও স্লিম স্লিপারের কাছে পড়ে আছে এলোমেলো
মেলাঙ্কলির চিরকুট, বায়বীয় দেহ তবুও শ্বাস-প্রশ্বাস আছে ...
হলুদ ফাইলের ভিতর অফিসের সহ-অপ্সরীর স্তিমিত কাজল,
ভাবি চিহ্ন রেখে গেলে তবু মানুষকে নিশ্চিহ্ন হতে হয় একদিন
করতলে তাই শূন্যতা রাখা ভালো, ভাবি তাকে বলব
একদিন, তার মুডে বসন্ত এলে!
ঝরাপাতা খুঁজি, ভাবি ঝরাপাতা জ্বালি, ওমের বিহনে
ভিন্ন ওম তো দরকার মানুষের, মানুষের রিপুর ...
দেখি সদ্য স্তব্ধ মিক্সির ভিতরে
তার রিদয়ের ঘ্রাণ, জরুরী টু ডু লেখা আছে কালো বোর্ডে
আমি তবু ভাবি ঘুম নয়, ঘুমের ভান করে
অলস কবিতাদের কাছে আরো কিছুখন পড়ে থাকা ভালো
শ্লথ আলো জ্বলে আছে ঘরে, শাওয়ারে লেটলতিফ কিছু বারিবিন্দু
এখনও টুপটাপ ঝরতেছে, এই চুপচাপের কনট্রাস্টে
যেকোনো মুহূর্তে বেজে উঠতে পারে ফোন ভেবে, আনমনা হাত
দিই এরোপ্লেন মোডে, সীমিত মানুষ কোনো কোনো অবসরে
অনন্ত হয়ে গ্রাস করে না হয় রাখুক বোধের অবোধ প্রহর ...
নীল 50 সপ্তাহ 3 দিন আগে
শব্দের বিন্যাসে একটা স্যুরিয়েল ছবির মত কবিতা টা দৃশ্যমান হল।
নির্মাল্য
ঝর্না 50 সপ্তাহ 3 দিন আগে
দারুন...
দারুন এ ভাঙাচোরা নাম ও কবিতে...
খায়রুল আহসান 46 সপ্তাহ 3 দিন আগে
অসম্ভব সুন্দর হয়েছে কবিতা! কয়েকটি পংক্তি তো মন তোলপাড় করে দিল!
"বায়বীয় দেহ তবুও শ্বাস-প্রশ্বাস আছে ..." - কি অসাধারণ একটি ভাবনা!
"চিহ্ন রেখে গেলে তবু মানুষকে নিশ্চিহ্ন হতে হয় একদিন" - সত্য ও সঠিক, এবং অতি চমৎকার হয়েছে তার প্রকাশ।
"শাওয়ারে লেটলতিফ কিছু বারিবিন্দু
এখনও টুপটাপ ঝরতেছে, এই চুপচাপের কনট্রাস্টে" - অসাধারণ, এবং ব্যতিক্রমী ভাবনা।
ভালবাসা ভালবাসি....
নতুন মন্তব্য পাঠান