মৃত কবির ডায়েরি থেকে -১

পাঠক
ডান চোখ কাঁপলে যখন ভাবছি,
এবার হয়তো কিছু শুভ ফল পাবো
আমার আশাটাকে ছিঁড়ে
ডাক্তারবাবু বলছেন -'বায়ু রোগ হয়েছে।'
অথবা ধরো, কেউ হাত দেখে বলে গেল-
'যশ আছে, অর্থ আছে, খ্যাতি আছে'-
তখনই দেখেছি আমার স্বপ্নটাকে ভেঙে
অপরিচিত মহলেও কিভাবে যেন
আমার নামে কুৎসা রটে যায় ।
সামান্য অর্থের জন্য
অন্যের মুখাপেক্ষী হতে গিয়ে দেখি-
আমাকে খ্যাতি দেখে বলে যে কবিতার
খাতা আমি তৈরী করে রেখেছিলাম -
তাকে ঠোঙা বানিয়ে কেউ ঝালমুড়ি বেচছে;
কোন পাতায় বা প্রতিবেশী সন্তানের -'অ্যা'
এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন
বাড়ি ফিরে এলাম - দেখলাম
উনুনের ওপর কাঁচা কয়লা সাজিয়ে
একে একে কবিতার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে
জ্বালানি দিচ্ছে আমার আর গৃহিনী।
ঝর্না 2 সপ্তাহ 12 ঘন্টা আগে
দারুন...
অপেক্ষা থাকল...
মধুমঞ্জরী 1 সপ্তাহ 6 দিন আগে
স্তম্ভিত লাগছে!
আর্বানমিশুকে 1 সপ্তাহ 4 দিন আগে
ব্রাদার!
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
মৃত কবির ডায়েরি পড়তে ভাল লাগছে
শ্রী 1 সপ্তাহ 4 দিন আগে
"আমাকে খ্যাতি দেখে বলে যে কবিতার" ?
শ্রী 1 সপ্তাহ 4 দিন আগে
বাদবাকি ভাল লাগল
টম 1 সপ্তাহ 4 দিন আগে
সবসেরা পাঠ!!
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
"অথবা ধরো, কেউ হাত দেখে বলে গেল-
'যশ আছে, অর্থ আছে, খ্যাতি আছে'-
তখনই দেখেছি আমার স্বপ্নটাকে ভেঙে
অপরিচিত মহলেও কিভাবে যেন
আমার নামে কুৎসা রটে যায় ।"
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
ভাল লাগল
রোমি 1 সপ্তাহ 4 দিন আগে
"জ্বালানি দিচ্ছে আমার আর গৃহিনী।"
অথচ সব ওয়াইফ বা পার্টনার এরকম নাও হতে পারে, কেউ কেউ যেরকম বলতে পারে
কবি তুমি আশ্চর্য তিলক। বীজমন্ত্রাধান।
এ পাথরে অগ্নিবৃষ্টি, ও কুটিরে আমিষের ঘ্রাণ
তবু তুমি নামটুকু নিলে, এ বালিকা আপৎকালীন।
ও আকাশে দেখো রামধনু, আমারই বিভঙ্গ হয়ে
ছুঁতে আসে মাটির প্রলাপ।
হে আমার বিবাগীচিহ্ন, ঐশ্বর্যআখর ধূপগন্ধ,
বেজেছো ভিতরে খুব, ঠিক যেন ছিন্ন স্মৃতিলিপি।
বালিতে আঁকের দাগ, আকাশে আদিম মেঘবালা।

তবুও ফিরেছি চেয়ে, সুখ নয়, অনিত্য দেয়ালা।।
Ⓒশরণ্যা মুখোপাধ্যায়
পাঠক 1 সপ্তাহ 4 দিন আগে
সকলকে ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য
দুটো জায়গায় ভুল সংশোধন করে নিচ্ছি
প্রথমত: "আমাকে খ্যাতি দেখে বলে যে কবিতার"
এখানে "দেখে" এর জায়গায় "দেবে" হবে…
দ্বিতীয়ত: "জ্বালানি দিচ্ছে আমার আর গৃহিনী।"
এখানে "আর" শব্দটি হবে না।
এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।
লগইন করে লেখা নয় তাই সংশোধন করতে পারিনি। আবার সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
পাঠক 1 সপ্তাহ 4 দিন আগে
"জ্বালানি দিচ্ছে আমার আর গৃহিনী।"
অথচ সব ওয়াইফ বা পার্টনার এরকম নাও হতে পারে, কেউ কেউ যেরকম বলতে পারে
কবি তুমি আশ্চর্য তিলক। বীজমন্ত্রাধান।
এ পাথরে অগ্নিবৃষ্টি, ও কুটিরে আমিষের ঘ্রাণ
তবু তুমি নামটুকু নিলে, এ বালিকা আপৎকালীন।
ও আকাশে দেখো রামধনু, আমারই বিভঙ্গ হয়ে
ছুঁতে আসে মাটির প্রলাপ।
হে আমার বিবাগীচিহ্ন, ঐশ্বর্যআখর ধূপগন্ধ,
বেজেছো ভিতরে খুব, ঠিক যেন ছিন্ন স্মৃতিলিপি।
বালিতে আঁকের দাগ, আকাশে আদিম মেঘবালা।


তবুও ফিরেছি চেয়ে, সুখ নয়, অনিত্য দেয়ালা।।
Ⓒশরণ্যা মুখোপাধ্যায়
মুগ্ধ হলাম এমন কবিতায় ...
খায়রুল আহসান 1 সপ্তাহ 1 দিন আগে
ডায়েরির প্রথম পর্বটাতেই তো বাজীমাৎ করলেন!
মন্তব্যের ঘরে এসে যে দুটো সংশোধনী দিলেন, আমি আগেই বুঝতে পেরেছিলাম, ওগুলো তাই হবে।
"আমাকে খ্যাতি দেখে বলে যে কবিতার
খাতা আমি তৈরী করে রেখেছিলাম -
তাকে ঠোঙা বানিয়ে কেউ ঝালমুড়ি বেচছে" - বেশিরভাগ কবির ক্ষেত্রে এটাই তো ললাটলিখন!
@রোমি,
ইহজীবনে এরকম "ওয়াইফ বা পার্টনার" বেশ দু্র্লভ বটে!
ভালবাসা ভালবাসি....
নতুন মন্তব্য পাঠান