জীবন জনান্তিকে


কার প্রাণে কত ভাষা আছে
দেখেছে কি এই পৃথিবীর জলপদ্ম?
"আমার ভাষায় কি আমার জীবন
আমার মনের সব রঙ জেগে আছে?"
কোথায় কিভাবে কার চোখে
কতটুকু মেঘ জমেছিল
কে দেবে হিসেব কি সব জনারণ্যে
অভিমানের উত্তাপে মনের আকৃতি
বর্তুল থেকে আয়তকার হয়েছিল?
আত্ম-অতিক্রমী জীবন নিয়ে
অপরিনত দৃষ্টির প্রাবল্যে
আক্ষেপের প্রাচুর্যে
বহু প্রাণ এই ধুলোর পৃথিবীতে বিরাজ করে
সে স্থান পায়, স্থানিক হতে পারে না
"প্রার্থনার সমস্ত তলের
অশরীরি ক্ষেত্রফল ক্রমে ক্রমে
শূন্যে নির্মিলিন হয়ে চলেছে"
দেখে সে আলোমুখী ফুল
কাঁটার ইতিহাসে লেখা কত নিরাশ প্রেম
এমনই মোহনায় গতিহীন হয়ে যায়
সে তো দেখেনি কত কত স্রোতে
কি সব অপাঠযোগ্য গল্প লেখা থাকে
প্রকট দামে বিক্রিত হয়েছে মন
এখানে আর কোনো বিতন্ডা নেই,
আক্ষেপ নেই আর কিছু খোয়াবার
একটা মনের যাবতীয় সব স্বপ্ন
কি ক'রে যেন দ্রুত অপ্রকৃতস্থ হয়ে গেলো...
ধাক্কা এসেছে বিপ্রতীপ কোণে অশুভ সময়ান্তে
মিশেছে হতাশ চোরাবালি মেঘ
ঠিকানা হারানো খয়েরি রঙের খামে
চাঁদের খাঁদে মচকেছে পা
পন্থাবিহীন নূতন যাত্রা সূচিত ভূবনময়
এই প্রাণ এই পৃথিবী এই বায়ূবাহী নীল গ্রহ
একটি প্রাণের জন্যে শুধু একবারই বরাদ্দ
এই দারুন সুন্দর পৃথিবীতে তার
বার বারই ফিরে আসতে ইচ্ছে হয়েছে
ভালোবাসায় প্রেমের মায়ার টানে
এত এত রক্ত ঝরে তবুও...
জলরঙের নিরিবিলি সুখ আবহে
সে যখন জীবন পেয়েছে
সংসারের কিন্নরী প্রবাহতাপে
জীবন-জল বাষ্পীভূত হতে শুরু করেছে…
তার অশ্রু কেউ দেখেনি
তার মন খারাপের পদাবলী কেউ পড়েনা
হারিয়ে গিয়েছে তার আনন্দ-দিনের স্বরলিপি
তার অবস্থান তখন না মাটিতে,
না পাতালে আর না আকাশে…
বিরান মাঠের জলহীন মানচিত্রে
কার যেন এক কুঞ্চিত চোখ ভেসে ওঠে
অসহনীয় অনিরাপদ এক ত্রিশঙ্কু স্থানাঙ্কে
সে থাকে নির্বাক, থেকে যায়…
চোখের চাউনিতে শুভ্র মেঘ মিশে
যে জীবন একদিন কুহুসুর নিপবন হয়েছিল
যার কথা শুনে কেউ একদিন
কমলা রঙের মেঘের বিকেলে
ভালোবাসি বলে স্মিতমুখে চেয়েছিল
সেসব কথা না হয় থাক পড়ে পথে
আবারও চলমান হোক রোদছায়া
সমস্ত বেহিসেবি মন
অচিরেই আরোগ্য লাভ করে
পবিত্র হোক উজ্জ্বল ভালোবাসার কিঞ্জলে ...
_______________________________________
شيشير
- শিশির-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 244

শাহনূর 2 সপ্তাহ 22 ঘন্টা আগে
কোথায় কিভাবে কার চোখে
কতটুকু মেঘ জমেছিল
কে দেবে হিসেব কি সব জনারণ্যে
অভিমানের উত্তাপে মনের আকৃতি
বর্তুল থেকে আয়তকার হয়েছিল?
অপরূপ সব স্তবক। মুগ্ধ এবং উদাসী হলাম।
শাহনূর 2 সপ্তাহ 22 ঘন্টা আগে
তার অশ্রু কেউ দেখেনি
তার মন খারাপের পদাবলী কেউ পড়েনা
হারিয়ে গিয়েছে তার আনন্দ-দিনের স্বরলিপি
তার অবস্থান তখন না মাটিতে,
না পাতালে আর না আকাশে…
বিরান মাঠের জলহীন মানচিত্রে
"মন খারাপের পদাবলী কেউ পড়েনা", তুমি জানো আমি কেবল ছত্র সন্ধান করি, পুরো কবিতা আমি কদাচিৎ আয়ত্তে আনতে পারি, কিছু ছত্র মগজে গেঁথে যায়, এই ছত্রটা অমন একটা ছত্র! অবশ্য, এখানে বলতেই হয় এই ছত্রটা ছাড়াও পুরো কবিতাটাই আমার কাছে ভালোলেগেছে। আগে হয়তো একদিন বলেছিলাম, আজকাল আমার এ্যাটেনশান স্প্যান বেশ সীমিত, একটা স্তবক পড়ে কিছুক্ষণ ভাবতে গেলে আগের স্তবকটাতে কী হয়েছিলো, ঠিক মনে থাকেনা। কিন্তু দু একটা ছত্র ডিমেনশিয়া আক্রান্ত নিউরনে জিওল হয়ে থাকে। এই কবিতায় আরো এমন ছত্র আছে যেগুলো আমাকে তন্ময় করেছে।
শাহনূর 2 সপ্তাহ 22 ঘন্টা আগে
"আবারও চলমান হোক রোদছায়া
সমস্ত বেহিসেবি মন
অচিরেই আরোগ্য লাভ করে
পবিত্র হোক উজ্জ্বল ভালোবাসার কিঞ্জলে ..."
আমিতো কাকে যেন সেটাই বলতে চেয়েছিলাম মাস ছয়েক আগে। নাকি? ঠিক মনে নাই!
মধুমঞ্জরী 2 সপ্তাহ 14 মি আগে
অনেকগুলো লাইনই ইচ্ছা হয় ক্যোট করি
খায়রুল আহসান 1 সপ্তাহ 3 দিন আগে
"সে স্থান পায়, স্থানিক হতে পারে না" - আহা!
ভালবাসা ভালবাসি....
নতুন মন্তব্য পাঠান