ছল
অতনু দত্ত
শনি, ২০২৩-০৯-১৬ ০৮:১৮

বহুদিন হয়ে গেল চিঠি তার
আসে না বৈকালে।
ডাকবাক্স ম্লান হয়ে অপেক্ষায়
পড়ে থাকে সঙ্গমান্তে বিছানার মত।
দিবস গুনি না, প্রাপ্ত
সুখ গুনি,
অনর্থক অজুহাত যত।
আজকাল কেন যেন
মিথ্যে আঁচড় কাটে অলিন্দে এবং চিলেকোঠায়
অর্ধ সত্য অর্ধ সুপ্ত শব্দ গুচ্ছ
না চেয়েও চোখে পড়ে যায়।
সম্পর্ক পুরোনো হয়
পিদিমের তেল প্রায় শেষ
আকুল স্বপ্ন শব রেখে যায়
শ্বাস জুড়ে ছলের আবেশ।
- অতনু দত্ত-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

শাহনূর 2 সপ্তাহ 22 ঘন্টা আগে
দারুণ লিখেছেন অতনু'দা!
সমাপ্তি টাও দারুণ,
"সম্পর্ক পুরোনো হয়
পিদিমের তেল প্রায় শেষ
আকুল স্বপ্ন শব রেখে যায়
শ্বাস জুড়ে ছলের আবেশ।"
শাহনূর 2 সপ্তাহ 22 ঘন্টা আগে
"বহুদিন হয়ে গেল চিঠি তার
আসে না বৈকালে।
ডাকবাক্স ম্লান হয়ে অপেক্ষায়
পড়ে থাকে সঙ্গমান্তে বিছানার মত।
দিবস গুনি না, প্রাপ্ত
সুখ গুনি,
অনর্থক অজুহাত যত।"
অপরূপ এই চিত্র!
ঝর্না 2 সপ্তাহ 12 ঘন্টা আগে
ভীঈঈঈষণ ভালোলাগা...ঘোর থেকে যায়...
গত দুদিন ধরে তুমুল ঘোরে 'বম্বাই মেরি জান' দেখে...আজ কবিতা পাতার কিছু কবিতায় ঠিক তেমনই...
প্রচুর ভালোলাগা রইল...
খায়রুল আহসান 1 সপ্তাহ 5 দিন আগে
"শ্বাস জুড়ে ছলের আবেশ" - বেশ লিখেছেন।
ভালবাসা ভালবাসি....
শ্রী 1 সপ্তাহ 4 দিন আগে
অপূর্ব বললে কম বলা হবে
টম 1 সপ্তাহ 4 দিন আগে
আজকাল কেন যেন
মিথ্যে আঁচড় কাটে অলিন্দে এবং চিলেকোঠায়
অর্ধ সত্য অর্ধ সুপ্ত শব্দ গুচ্ছ
না চেয়েও চোখে পড়ে যায়।
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
"পড়ে থাকে সঙ্গমান্তে বিছানার মত।"
কোথাও এক গভীর বিষাদের স্মৃতি উর্দ্রেক করে, ছুঁয়ে থাকে, রেশ মিলিয়ে যায়না
নতুন মন্তব্য পাঠান